নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃতের নাম শোয়েব। বাড়ি ফরিদাবাদের ধৌজ গ্রামে। তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণের আগে আত্মঘাতী হামলাকারী উমরকে আশ্রয় দিয়েছিল শোয়েব। এখানেই শেষ নয়। ‘অপারেশন’ সম্পূর্ণ করতে উমরকে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার পাশাপাশি সমস্ত ধরনের সাহায্যও করেছিল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের এই ওয়ার্ড বয়। প্রসঙ্গত, দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় এনিয়ে মোট সাতজনকে গ্রেফতার করা হল।
দিল্লি বিস্ফোরণের তদন্তে ইতিমধ্যে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল মডিউলের যোগসূত্র উঠে এসেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কে আর কারা কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। সেই সূত্রেই শোয়েবের সন্ধান মেলে। ধৃত শোয়েবের সঙ্গেও আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগ রয়েছে। আল-ফালাহে ওয়ার্ড বয় হিসেবে কাজ করত সে। উমর ও মুজাম্মিলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। সূত্রের খবর, প্রথমে নুহতে তার শ্যালিকার বাড়িতে উমরের থাকার ব্যবস্থা করেছিল শোয়েব। এমনকি দিল্লি বিস্ফোরণের আগে উমরের থাকা ও প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড়েও সাহায্য করেছিল সে। ধৃত ওয়ার্ড বয়কে জেরা করে এ সংক্রান্ত আরও তথ্য জানার চেষ্টা করছেন আধিকারিকরা।