মণিপুরে ৪০ কেজি বিস্ফোরক সহ অত্যাধুনিক রকেট উদ্ধার
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরের চূড়াচাঁদপুর জেলা থেকে প্রায় ৪০ কেজি বিস্ফোরক সহ একটি অত্যাধুনিক দূরপাল্লার রকেট উদ্ধার করেছে পুলিশ। বুধবার মণিপুর পুলিশ জানিয়েছে, কাংপোকপি জেলায় সোংলুং গ্রামে এক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তার মধ্যে রয়েছে একটি জার্মান রাইফেল, দু’টি বোল্ট-অ্যাকশন রাইফেল, চারটি পুল মেকানিজম রাইফেল, একটি ইম্প্রোভাইজড মর্টার, দু’টি হ্যান্ড গ্রেনেড, ডিটোনেটর এবং একটি রেডিও সেট। গেলবাং জঙ্গল থেকেও উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র। গত মঙ্গলবার চূড়াচাঁদপুরের গেলমল গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই রকেটটি উদ্ধার করেছে। পাশাপাশি একটি রকেট উৎক্ষেপণ স্ট্যান্ড, একটি ব্যাটারিও উদ্ধার করা হয়েছে।
এদিকে, সোমবার সুপ্রিম কোর্টে মণিপুরের জিরিবাম জেলায় গত বছরের ১১ নভেম্বর সিআরপিএফের ক্যাম্পে নিরাপত্তা বাহিনীর ‘এনকাউন্টার’ মামলার শুনানি ছিল। ওই ঘটনায় নিহত দশ কুকি জঙ্গির মৃত্যুর বিষয়ে মণিপুর সরকার এবং জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।