• এসআইআর বৈঠকে যোগ না দেওয়ায় সাসপেন্ড, যোগীরাজ্যে বিয়ের আগের দিন আত্মঘাতী বিএলও
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
  • লখনউ: বুধবারই বিয়ে হওয়ার কথা ছিল। সেই ব্যস্ততার কারণে কমিশনের ডাকা এসআইআর সংক্রান্ত বৈঠকে যোগ দিতে পারেননি বিএলও। শাস্তিস্বরূপ সাসপেন্ড করা হয় উত্তরপ্রদেশের ওই সরকারি কর্মীকে। তাতেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে ফতেপুরে। মৃত ওই বিএলওর নাম সুধীর কুমার। তাঁর পরিবারের অভিযোগ, কমিশনের হেনস্তার কারণেই সুধীর চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জানা গিয়েছে, সুধীরের বয়স ২৫। বাড়ি উত্তরপ্রদেশের ফতেপুরে। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তারপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুধীরের বোন। তিনি জানিয়েছেন, বুধবারই দাদার বিয়ে হওয়ার কথা ছিল। ব্যস্ত থাকায় রবিবার এসআইআর সংক্রান্ত বৈঠকে যোগ দিতে পারেননি। মঙ্গলবার সকালে এক আধিকারিক বাড়িতে আসেন। তিনি জানান, বৈঠকে যোগ না দেওয়ায় সুধীরকে সাসপেন্ড করা হয়েছে। সেই কথা শুনেই দাদা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিয়ের একদিন আগেই ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

    ডেডলাইন ৪ ডিসেম্বর। তারমধ্যেই এসআইআরের প্রাথমিক কাজ সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন। সিংহভাগ বিএলওর অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম বিতরণ, পূরণ ও ডিজিটাইজ করা কার্যত অসম্ভব। অ্যাপে নানা সমস্যা হচ্ছে। কিন্তু, কোনও কথা শুনতেই রাজি নন ঊর্ধ্বতন আধিকারিকরা। উলটে পান থেকে চুন খসলেই শাস্তি খাড়া নেমে আসছে। সুধীরকেও একই পরিণতির মুখোমুখি হতে হয়েছে। 
  • Link to this news (বর্তমান)