নয়াদিল্লি: ২০৩০ সালের মধ্যে দেশে বাল্যবিবাহের সংখ্যা শূন্য করার টার্গেট নিয়েছে সরকার। ‘জাতীয় অঙ্গীকার: প্রশাসন এবং সমাজ চায় বাল্যবিবাহ মুক্ত ভারত’ শিরোনামের এক নিবন্ধে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন এমনটাই। মন্ত্রী লিখেছেন, ‘এই চ্যালেঞ্জের মোকাবিলা কেবলমাত্র নীতি নির্ধারণ ও রূপায়ণের মাধ্যমে সম্ভব নয়। এক্ষেত্রে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টার। পরিবার, গোষ্ঠী, সামনের সারির কর্মী, বিবিধ প্রতিষ্ঠান এবং প্রশাসন ও সরকারকে কাঁধে কাঁধ মিলিয়ে শতকের পর শতক ধরে চলে আসা এই কুপ্রথা দূর করতে হবে’। এক্ষেত্রে পোষণ ট্র্যাকার, পোষণ ভি পড়াই ভি, সমগ্র শিক্ষা অভিযান, ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ, পিএম বিদ্যালক্ষ্মীর মতো প্রকল্পগুলি সহায়ক হয়েছে বলে উল্লেখ করেছেন মন্ত্রী। তিনি লিখেছেন, ‘সমাজের যেসব স্তরের শিশুরা সহজেই বাল্যবিবাহের শিকার হতে পারে, তাদের সকলের সুরক্ষা জাতীয় অগ্রাধিকারের মধ্যে পড়ে।’