• বিক্ষোভে পুলিশের চোখে গোলমরিচ গুঁড়ো, এফআইআরে আইসা ও জেএনইউ
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : গত ২৩ নভেম্বর দিল্লির ইন্ডিয়া গেটে দূষণ বিরোধী বিক্ষোভে পুলিশকর্মীদের চোখে গোলমরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ। এই ঘটনায় দায়ের এফআইআরে এবার বামপন্থী ছাত্র সংগঠন ‘আইসা’ এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদের নাম জুড়ে দিল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিস। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। জেএনইউ ছাত্র সংসদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ওই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এফআইআরের বয়ানে পরিবর্তন না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনগুলি। 

    দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে মাত্রাছাড়া বায়ু দূষণের প্রতিবাদে গত রবিবারের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ বিক্ষোভকারীদের হটাতে গেলে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে গোলমরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগও ওঠে। পরে আরও গুরুতর তথ্য প্রকাশ করা হয় পুলিশের পক্ষ থেকে। জানানো হয়, ওই দিন বিক্ষোভকারীদের একাংশ এনকাউন্টারে নিহত মাওবাদী নেতা মাদভি হিদমার সমর্থনে স্লোগান দেয়। এব্যাপারে আরও কড়া অবস্থান নেয় পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কর্তব্যপথ থানা। বুধবার ওই এফআইআরের যে কপি ‘বর্তমান’-এর হাতে এসেছে। এফআইআর অনুসারে, ‘দিল্লি কো-অর্ডিনেশন কমিটি ফর ক্লিন এয়ারে’র ব্যানারের আড়ালে ‘আইসা’ এবং জেএনইউ ছাত্র সংসদের বেশ কয়েকজন সদস্য ইন্ডিয়া গেটে ধর্না প্রদর্শন করছিলেন। এফআইআরে  ‘হিদমা অমর রহে’, ‘কিতনে হিদমা মারোগে’, ‘হর ঘর সে হিদমা নিকলেগা’, ‘হিদমাজি কো লাল সেলামে’র মতো স্লোগানেরও উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)