নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার ফের দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে বাংলায় এসআইআর ইশ্যুতে অভিযোগ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শমীক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন দুই সাংসদ জগন্নাথ সরকার ও খগেন মুর্মু। বঙ্গ বিজেপির অভিযোগ, রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতেই পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশ ঘটেছে। বিএলওদের ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না। তাঁদের ভয় দেখানো হচ্ছে। অবিলম্বে রাজ্যে বিএলওদের সহায়তার জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের আর্জিও জানিয়েছে বিজেপি। পাশাপাশি ভোটার তালিকার সংশোধনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের আর্জিও জানানো হয়েছে। বিজেপির অভিযোগ, বাংলার বহু বাসিন্দাই এই মুহূর্তে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন। রাজ্যের বহু বাসিন্দা জীবিতও নেই। আধার-তথ্য যাচাইয়ের মাধ্যমে তাঁদের তালিকা বাছাইয়ের আবেদন করেছে গেরুয়া শিবির।