বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জোড়া মোবাইল উদ্ধার, থানায় অভিযোগ
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: আচমকা অভিযানে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের কাছে মিলল মোবাইল। গত ২৪ তারিখ রাতে তল্লাশি চালিয়ে দুই আসামীর কাছ থেকে পাওয়া গিয়েছে দু’টি মোবাইল।
সংশোধনাগার সূত্রে খবর, প্রতি সপ্তাহেই এমন ঘটনা ঘটছে। এনিয়ে মঙ্গলবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কর্তৃপক্ষ। অভিযোগ, জেলে বসেই যোগাযোগ রাখা হচ্ছে বাইরের জগতের সঙ্গে। কেউ কেউ আবার ওই মোবাইলের মাধ্যমেই অপরাধ করছে।
টাকা দিলে পরিবারের সদস্যদের মাধ্যমে জেলে ওই মোবাইল পৌঁছে যায়। এক্ষেত্রে সংশোধনাগারের একাংশ কর্মী জড়িত বলে সন্দেহ। এবিষয়ে কড়া নজরদারি শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, বালুরঘাট কেন্দ্রীয় সংশোধানাগারের সুপার দেবাশীষ মণ্ডল বলেন, বন্দিরা যাতে মোবাইল ব্যবহার না করতে পারে, সেদিকে নজর রয়েছে। সোমবার রাতে দু’টি মোবাইল মেলার পর বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জেল সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলার তো বটেই, জেলার বাইরের আসামীদেরও অনেক সময় এই সংশোধনাগারে রাখা হয়। পুরুষ ও মহিলা দুই বিভাগেই কড়া নজরদারি চলে।
মহিলাদের কাছে না মিললেও পুরুষ বন্দিদের কাছে মাঝেমধ্যে মোবাইল মিলছে বলে খবর। বছর চারেক আগে বিশেষ অভিযানে কয়েকটি মোবাইল পাওয়া গিয়েছিল। সেই প্রবণতা মাঝে কমলেও এখন বেড়ে গিয়েছে। মাস ছয়েক আগে বালুরঘাটের এক প্রভাবশালী রাজনৈতিক নেতা সেখানে বন্দি ছিল।
সেখান থেকেই ফোনে বাইরের কাউকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সোমবার ফের দু’টি মোবাইল উদ্ধার হওয়ায় কড়া নজরদারি চালানোর পাশাপাশি সারপ্রাইজ ভিজিট বাড়ানো হচ্ছে।