• জাল ছ’লক্ষ টাকা উদ্ধার শিলিগুড়ি জিআরপির
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে ছ’লক্ষ নকল ভারতীয় নোট সহ গ্রেফতার হল এক ক্যারিয়ার। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাকিবুল হুসেন। বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগরে। 

    জিআরপির সুপার কুনুওয় ভূষণ সিং খবর পান, নকল ভারতীয় নোট নিয়ে ট্রেনে চেপেছে পাচারকারীরা। এরপরেই তদন্তে নেমে তিনি জানতে পারেন মঙ্গলবার মালদহ হয়ে কয়েক লক্ষ টাকা বিহারে পাচার করা হবে। স্পেশাল অপারেশন গ্রুপের ওসি আত্রেয়ী গঙ্গোপাধ্যায়কে নির্দেশ দেন অভিযান চালাতে। নির্দেশ পেয়ে মালদহ জিআরপিকে সঙ্গে নিয়ে অভিযান চালান আত্রেয়ীদেবী ও তাঁর দলবল। ফরাক্কা স্টেশনে অভিযান চালানোর সময়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে পুলিশ। তার হেপাজতে থাকা একটি ব্যাগ খুলে তল্লাশি চালালে মেলে প্রচুর নোট। ছ’লক্ষ জাল ভারতীয় টাকা উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই ব্যাগে ১০০০টি নকল ৫০০ টাকার নোট ও ৫০০টি ২০০ টাকার নোট উদ্ধার হয়েছে। ধৃতের হেপাজতে থাকা মোবাইল ফোন সহ একাধিক সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, মালদহের এক ব্যক্তি তাকে ওই ব্যাগটি দিয়েছিল। ব্যাগটি বিহারে নিয়ে গিয়ে গয়ায় এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল তার। এর বিনিময়ে কমিশন মিলত। 
  • Link to this news (বর্তমান)