• দিনহাটা ১ ব্লকে বিএলওর জীবিত বাবা ২০২৫ সালের ভোটার তালিকায় মৃত!
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: বহাল তবিয়তে বেঁচে আছেন বিএলওর বাবা। কিন্তু ভোটার তালিকায় তিনি ‘মৃত’। এসআইআরের ইনিউমারেশন ফর্ম ইস্যু হয়নি তাঁর নামে। ভোটার তালিকায় খোদ বিএলওর বাবাই ‘মৃত’। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন ওই বিএলও। কমিশন আশ্বাস দিয়েছে বিষয়টি সমাধানের। ডিসেম্বর মাসে নতুন করে ফর্ম দেওয়া হবে। সেই সময় ফর্ম জমা দিয়ে হেয়ারিং করে আবার নাম তুলতে হবে বিএলওর বাবাকে। 

    বিএলও জানান, দিনহাটা-১ ব্লকের সবচেয়ে বেশি ভোটার রয়েছেন তাঁর বুথে। সকলকেই ফর্ম দিয়েছেন। কিন্তু বাবার নামেই ইনিউমেরেশন ফর্ম ইস্যু হয়নি। কারণ ’২৫ সালের ভোটের তালিকায় বাবার নাম নেই। বাবা জীবিত থাকলেও ভোটার তালিকায় ‘মৃত’ বলে চিহ্নিত করা হয়েছে। আগের বিএলওর  গাফিলতিতে এরকম হয়েছে। কমিশনকে বিষয়টি জানানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)