পড়ুয়াদের সঙ্গে মেঝেতে বসে মিড ডে মিল খেলেন ময়নাগুড়ির কাউন্সিলার
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: স্কুলের শিশুদের সঙ্গে মেঝেতে বসেই মিড ডে মিল খেয়ে দেখলেন ময়নাগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমি সেন। বুধবার কাউন্সিলার আনন্দনগর সাহা পাড়ার আদর্শ বিদ্যাপীঠে আসেন। সেই সময় পড়ুয়ারা মিড ডে মিল খাচ্ছিল। হঠাৎই কাউন্সিলার ঢুকে পড়েন রান্নাঘরে। যাঁরা রান্না করছিলেন তাঁদের সঙ্গে কথা বলেন। এরপর স্কুলের প্রধান শিক্ষককে জানান তিনিও ছাত্রছাত্রীদের সঙ্গে মিড ডে মিল খাবেন। রাঁধুনিরা তাঁর জন্য থালায় খাবার নিয়ে আসেন। মৌসুমিদেবী সেই খাবার খান এবং খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এদিন মেনুতে ছিল গোটা ডিম, ডিমের ঝোল, ভাত। খাবার খেয়ে পড়ুয়াদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন। মিড ডে মিল রোজ কেমন খাওয়ানো হয় সেই সম্পর্কে ছাত্রছাত্রীদের কাছ থেকে জেনে নেন। রান্না ভালো হয়েছে বলে রাঁধুনিদের জানান কাউন্সিলার। পরে তিনি বলেন, মিড ডে মিল রান্নার মান কেমন সেটা দেখতেই এদিন হঠাৎ স্কুলে চলে আসি। যথেষ্ট ভালো রান্না হয়েছে। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে প্রতিদিন ভালো রান্না হয়। প্রধান শিক্ষক কমলেশচন্দ্র রায় বলেন, আমরা চাই মাঝেমধ্যেই স্কুলে প্রশাসনিক লোকজন আসুক। কোথাও ভুল-ত্রুটি থাকলে তাঁরা পরামর্শ দিক। আমরা অনেক সময় মিড ডে মিল অভিভাবকদেরও খাওয়াই। • নিজস্ব চিত্র।