‘দিদির দূত’ অ্যাপে ফর্ম আপলোডে দেরি, দলের নির্দেশে ময়না ও তমলুকে বেচারাম
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূল কংগ্রেসের ‘দিদির দূত’ অ্যাপে এসআইআর ফর্ম আপলোড করার কাজ পূর্ব মেদিনীপুরে সন্তোষজনক নয়। ওই কাজে তদারকি করতে এই জেলায় কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ করা হয়েছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে। বুধবার সকালে মন্ত্রী ময়নায় যান। সেখানে ময়না ব্লকে দিদির দূত অ্যাপে ঠিকমতো ফর্ম আপলোড না হওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। দলের ব্লক সভাপতি মৃণালকান্তি সামন্তের সঙ্গে বুথ লেভেল সুপারভাইজার(বিএলএস) অভিজিৎ আদকের সংঘাতের কারণে ওই কাজ পিছিয়ে বলে দলীয় সূত্রের খবর। গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির উপস্থিতিতে এসআইআর নিয়ে ভার্চুয়াল মিটিং চলাকালীন ময়নার ওই দুই নেতা খারাপ পারফরম্যান্সের জন্য পরস্পরের দিকে আঙুল তোলেন। ওই ঘটনায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব হুঁশিয়ারিও দিয়েছিল। সেজন্য এদিন দায়িত্ব নিয়ে সবার আগে বেচারামবাবু ময়না যান। সেখানে দলের নির্দিষ্ট করা ওই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়।
এদিন দুপুরে তমলুক শহরে বিধায়ক কার্যালয়ে দ্বিতীয় মিটিং করেন বেচারামবাবু। তমলুক শহর এবং ব্লকে দিদির দূত অ্যাপে মাত্র ৪০শতাংশ হয়েছে। ওই কাজে কীভাবে গতি আনা হবে তানিয়ে এদিন বৈঠক হয়। সেখানে মন্ত্রী ছাড়াও বিধায়ক সৌমেন মহাপাত্র, বিএলএ-১ তথা মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। তমলুক সাংগঠনিক জেলায় এসআইআরের কাজকর্ম পরিচালনা করার জন্য দলের পক্ষ থেকে তিলকবাবুকে বিএলএ-১ করা হয়েছে। দিদির দূত অ্যাপে এসআইআরের ফিলআপ করা ফর্ম ছবি তুলে আপলোড করতে হচ্ছে। সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, তমলুক শহর ও গ্রামীণ ওই কাজে বেশ পিছিয়ে।বেচারামবাবু বলেন, আমাদের দলের ঘোষিত ভোটরক্ষা কর্মসূচি চলছে। সর্বস্তরের কর্মীকে মাঠে নামানোই কাজ। সেই কাজে পূর্ব মেদিনীপুরে দল আমাকে দায়িত্ব দিয়েছে। ময়নায় কিছু সমস্যা আছে। সেইসব সমস্যা মিটিয়ে যাতে এসআইআর নিয়ে দলের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে একশো শতাংশ সম্পূর্ণ করতে পারি সেই লক্ষ্যে কাজ চলছে। দলের জেলা সভাপতি, জেলা কমিটির চেয়ারপার্সন সহ ময়না ব্লক নেতৃত্বকে নিয়ে মিটিং করেছি। একইভাবে তমলুকেও আমরা নেতৃত্বকে নিয়ে মিটিং করেছি। বিজেপি এসআইআরের মাধ্যমে নাম কেটে বাদ দেওয়া চক্রান্ত করছে। সেই কাজে তারা সফল হবে না। ময়নার বাচকায় এনআইএ নোটিশ পাঠিয়ে কর্মীদের ভয়ভীতি তৈরি করা হচ্ছে। তাতেও কোনও ফল হবে না। গণতান্ত্রিক উপায়ে আমরা যেভাবে সিপিএমের কোমর ভেঙে দিয়েছি ২০২৬সালে বিধানসভা ভোটে একইভাবে বিজেপির কোমর ভেঙে দেওয়া হবে।-নিজস্ব চিত্র