সংবাদদাতা, সিউড়ি: সিউড়িতে এক চিকিৎসকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে অন্য এক চিকিৎসকের থেকে ৪৭ হাজার টাকা প্রতারণার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ওই চিকিৎসক বুধবার সিউড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর পরিচিতদের মেসেজ করে টাকা চাওয়া হয়। তা বিশ্বাস করে একজন টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক অনমিত্র বারিক জানান, এদিন দুপুরে তিনি সিলিকোসিস ক্যাম্পে ছিলেন। সেই সময় তিনি জানতে পারেন, তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একাধিকজনকে মেসেজ করে টাকা চাওয়া হচ্ছে। তাঁর এক পরিচিত চিকিৎসককেও মেসেজ করা হয়েছে। সেখানে ইংরাজিতে লেখা হয়, আমার একটু সাহায্যের প্রয়োজন। তোমার কাছে ৪৭ হাজার টাকা হবে? তাহলে দাও। আমি দু’ঘণ্টার মধ্যে ফেরত দিয়ে দেব। মেসেজে আরও বলা হয়, আমার ইউপিআই আইডি কাজ করছে না। এরপরেই প্রতারক একটি ইউপিআই আইডি পাঠায়। সরল মনে তা বিশ্বাস করে ওই চিকিৎসক প্রতারকের দেওয়া ইউপিআই আইডিতে ৪৭ হাজার টাকা পাঠিয়ে দেন। এরপর প্রতারক আরও ৩০ হাজার টাকা চায়। তখন প্রতারিত চিকিৎসকের সন্দেহ হয়। তারপরেই তিনি জানতে পারেন, অনমিত্রর ফোন হ্যাক করে তাঁকে মেসেজ করা হয়েছিল। অনমিত্র বারিক বলেন, আমি কোনও ওটিপি দিইনি। আমার কাছে একটি সংস্থার নাম করে ফোন আসে। সেই ফোন ধরার ফলে আমার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়ে যায়। এরপরেই সেখান থেকে আমার পরিচিতদের মেসেজ করে টাকা চাওয়া হয়। আমার এক পরিচিত চিকিৎসক টাকাও পাঠিয়ে দেন। আমরা দু’জনেই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। এই নিয়ে জেলা পুলিশের এক কর্তা জানান, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।