• আরামবাগে পুলকারের বিরুদ্ধে অভিযান
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পুলকারের বিরুদ্ধে অভিযান চালাল আরামবাগ থানার পুলিশ। বুধবার আরামবাগ শহরে একাধিক পুলকারের নথি চেক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আইসি রাকেশ সিং প্রমুখ। প্রসঙ্গত, সম্প্রতি হাওড়ায় মর্মান্তিক পুলকার দুর্ঘটনায় তিন খুদের মৃত্যু হয়। তারপরই আরামবাগে পুলকারের সুরক্ষা বিধি খতিয়ে দেখতে রাস্তায় নামে পুলিশ। এসডিপিও বলেন, পুলকারে চেপে স্কুল পড়ুয়ারা যাতায়াত করে। তাই তাদের সুরক্ষায় কোনও রকম ফাঁক রাখতে চাই না। মাঝেমধ্যেই পুলকারগুলি পরীক্ষা করা হয়। এদিনও সারপ্রাইস চেকিং করা হয়েছে। নিয়ম ভঙ্গকারী পুলকারগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আরামবাগ মহকুমায় বহু পুলকার চলাচল করে। তাতে স্কুল পড়ুয়ারা যাতায়াত করে। পুলকারগুলির যান্ত্রিক ত্রুটি সহ নানা নথি খতিয়ে দেখে পুলিশ।
  • Link to this news (বর্তমান)