• ঘণ্টার পর ঘণ্টা স্তব্ধ শহর, উত্তরপাড়ায় বড়ো নিকাশিনালা তৈরির জেরে তীব্র যানজটে ভোগান্তি, থমকে গেল ট্রেনও
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নিকাশি ব্যবস্থা সংস্কার করতে তিনটি বড়ো নিকাশিনালা তৈরি করছে উত্তরপাড়া পুরসভা। এই কাজের জেরে নিত্য যানজটের মুখে পড়ছে শহর। বুধবার ভয়াবহ যানজট তৈরি হয় উত্তরপাড়ায়। যার জেরে দীর্ঘ সময় গোটা চত্বর কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। অমরনাথ রোডে নর্দমা তৈরির কাজের জেরে স্টেশনমুখী রাস্তায় দুপুরে তীব্র যানজট হয়। জি টি রোড ও দিল্লি রোডের মধ্যে যান চলাচলের ক্ষেত্রে সমন্বয়ের অভাবের কারণেই দ্রুত পরিস্থিতি বেগতিক হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে, উত্তরপাড়া স্টেশনের রেলগেট দীর্ঘ সময় বন্ধ করা যায়নি। রেললাইনের উপরে দাঁড়িয়ে পড়ে গাড়ির সারি।

    গোটা ঘটনায় নাগরিকদের তীব্র ভোগান্তির মুখে পড়তে হয়। যানজটের জেরে স্কুল ও অফিসযাত্রীরা কার্যত দিশাহারা হয়ে পড়েন। দিনভর এনিয়ে ক্ষোভের সুর শোনা গিয়েছে শহরে। পাশাপাশি, এদিন ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে। জানা গিয়েছে, দুপুরে এ নিয়ে রেল কর্তাদের তরফে দফায় দফায় পুরসভা ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নর্দমা তৈরির কাজ শেষ হতে কমপক্ষে আরও একসপ্তাহ সময় লাগবে। ফলে, যানজটের সমস্যায় আরও ভুগতে হবে শহরবাসীকে। 

    এদিন একটি ই-কমার্স সংস্থার ডেলিভারির কাজে উত্তরপাড়ায় গিয়েছিলেন ভদ্রেশ্বরের নিখিল সরকার। তিনি বলেন, অমরনাথ রোডে প্রায় ৫০ মিনিট বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এক ইঞ্চিও নড়তে পারিনি। ভয়াবহ দিন কেটেছে। কোন্নগর থেকে উত্তরপাড়ার কাজে গিয়ে আটকে পড়েছিলেন রবীন পাল। তিনি বলেন, স্টেশন থেকে বেরিয়ে কোনদিকে যাব, বুঝতে পারছিলাম না। দীর্ঘ সময় স্টেশন চত্বরেই বসে থাকতে হয়েছে। শুনেছি, রাস্তায় কিছু কাজ হচ্ছে। তার জন্যই যানজট তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলকর্তা বলেন, রেললাইনের উপর যানবাহন আটকে ছিল। দীর্ঘ সময় ধরে যানজট ছিল। সেকারণে পুরকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু সমাধান হয়নি। পরে আমরা ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করি। এদিন ট্রেন চালাতে সমস্যা হয়েছে।

    এনিয়ে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, তিনটি বড়ো নিকাশিনালা তৈরি হচ্ছে। তার একটি অমরনাথ রোড দিয়ে যাচ্ছে। গত বছর জমা জলের সমস্যা হয়েছিল। সেই সমস্যা মেটাতে কেএমডিএর সঙ্গে প্রায় কোটি টাকার নিকাশি প্রকল্প করা হচ্ছে। মানুষের সমস্যার কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। তিনি বলেন, নাগরিকদের একাংশ আমার সঙ্গে যোগাযোগ করেছে। আশা করছি, আগামী দু’দিনের মধ্যে এই সমস্যা অনেকটা মিটে যাবে। 

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১১, ১৪ এবং ১৯ নম্বর ওয়ার্ডের একাংশে এই বড়ো নিকাশিনালা তৈরি হচ্ছে। একইভাবে হিন্দমোটর ও দেবাইপুকুর এলাকায় দু’টি বড়ো নর্দমা তৈরি হচ্ছে। সব কাজ মিটতে অন্তত আরও সাতদিন সময় লাগবে। ফলে, যানজট নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ থাকছেই। 
  • Link to this news (বর্তমান)