• বিদেশি পর্যটক টানায় দেশে দ্বিতীয় বাংলা
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানকে পিছনে ফেলে বিদেশি পর্যটক টানার ক্ষেত্রে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এল বাংলা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক প্রকাশিত ‘ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম-২০২৫’ অনুযায়ী পশ্চিমবঙ্গে ৩১ লক্ষ ২০ হাজার বিদেশি পর্যটক এসেছেন। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এসেছেন ৩৭ লক্ষ বিদেশি পর্যটক। ২২ লক্ষ করে বিদেশি পর্যটক এসেছেন উত্তরপ্রদেশ এবং গুজরাতে। এই সাফল্য রাজ্যের এক নয়া মাইলফলক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছেন, ‘...পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি পর্যটক আকর্ষণ করেছে। আমি ভারতের সবচেয়ে মধুরতম অংশ পশ্চিমবঙ্গ ভ্রমণ এবং এর সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহ্য উপভোগ করার জন্য দেশি-বিদেশি সকল পর্যটককে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের জন্য এই গর্বের মুহূর্ত অর্জনের জন্য নিরলসভাবে কাজ করা সমস্ত পর্যটন অংশীদারদের আমি ধন্যবাদ জানাই।’
  • Link to this news (বর্তমান)