নিজস্ব প্রতিনিধি, বারাসত: কথা রাখলেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় ছেলে হারানো মায়ের হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগপত্র। বুধবার মৃত যুবকের মা কৃষ্ণা ঘোষকে ভূমি ও রাজস্ব দপ্তরে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এদিকে মৃতের ‘চোখ চুরি’র অভিযোগের তদন্ত কমিটি গঠন করেছে বারাসত মেডিকেল কলেজ। একইসঙ্গে বুধবার বহু টালবাহানার শেষে দ্বিতীয়বার ময়নাতদন্তের পর সন্ধ্যায় পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী কথা রাখায় সন্তুষ্ট পরিবারের লোকজন। মৃতের মেসো কৃষ্ণ ঘোষ বললেন, মুখ্যমন্ত্রী কথা রাখায় আমরা সন্তুষ্ট। প্রীতমের বোন মৃতদেহ নিয়েছে। রাতেই কলকাতার নিমতলা শ্মশানে সৎকার হল দেহ। সোমবার বারাসত কাজিপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষের মৃত্যু হয় দুর্ঘটনায়। বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে মৃতের দেহ থেকে চোখ তুলে নেওয়ার অভিযোগ ওঠে। রাস্তা অবরোধ করেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার বনগাঁ থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী বিক্ষোভস্থলে পৌঁছে মৃতের মাকে চাকরি ও সঠিক তদন্তের নির্দেশ দেন।