নিজস্ব প্রতিনিধি, বরানগর: বুধবার বরানগর ও রহড়ায় পৃথক অগ্নিকাণ্ডে একটি বাড়ি ও রেস্টুরেন্ট ভস্মীভূত হয়ে গিয়েছে। এক যুবতি অগ্নিদগ্ধ হয়েছেন। দুটি ঘটনায় দমকল কর্মী ও স্থানীয়দের সক্রিয়তায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড়ো অঘটন ঘটেনি। দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার লিক করে দুর্ঘটনা ঘটেছে।
এদিন সকালে বরানগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আলমবাজারে তাঁতিপাড়া বস্তির একটি বাড়িতে আগুন লাগে। স্থানীয়রা দ্রুত জল দিয়ে আগুন নেভানের চেষ্টা শুরু করেন। ঘর থেকে গৃহস্থালীর সামগ্রী বের করতে গিয়ে অগ্নিদগ্ধ হন মৌসুম কুমারী। তাঁর হাত ও পিঠ ঝলছে গিয়েছে। দ্রুত পাশের দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন পৌঁছয়। বেসরকারি দুটি জলের ট্যাঙ্ককেও ডেকে নেওয়া হয়। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই এলাকায় পরপর ঝুপড়ি ঘর ছিল। আগুন ছড়িয়ে পড়লে বড়ো বিপদের আশঙ্কা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে যান দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বরানগর পুরসভার সিআইসি অঞ্জন পাল। তিনি অগ্নিদগ্ধ যুবতিকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ওই ঘরের সিংহভাগ সামগ্রী ভস্মীভূত হয়ে গিয়েছে। রান্না করার সময় সম্ভবত গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে, রহড়া থানার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বলাগড় এলাকায় রাস্তার ধারে একটি খাবারের হোটেল রয়েছে। বুধবার দুপুরে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভিতরে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। সেই সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের দুটি ইঞ্জিন এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। দমকল আধিকারিক পলাশ মাঝি বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পড়ে রয়েছে পোড়া আসবাব। -নিজস্ব চিত্র