• সেক্টর ফাইভে বাসের ধাক্কা, কোমর ভেঙে মৃত্যু বৃদ্ধার
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের দুর্ঘটনা। বুধবার সকালে সল্টলেক সেক্টর ফাইভে বাস দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক বৃদ্ধার। বাসের ধাক্কা খেয়ে তিনি সজোরে রাস্তায় আছড়ে পড়েন। তাতে তাঁর পেলভিস (কোমর) ভেঙে যায়। তার জেরেই মৃত্যু হয়েছে বলে গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম আরতি দাস (৬০)। তাঁর বাড়ি সোদপুরে। এই ঘটনায় পুলিশ চালক ও বাসটিকে আটক করেছে। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে নিউটাউনে সিটি সেন্টার-২ এর সামনে বাসের সঙ্গে ধাক্কা খেয়ে চাকার তলায় পড়ে যান এক তরুণী। তাঁর ডান হাত কেটে বাদ পড়ে গিয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হাত!

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার অধীন সেক্টর ফাইভের কলেজ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। ২১৫-এ রুটের একটি বেসরকারি বাস মহিষবাথানে স্ট্যান্ডে ফিরছিল। কলেজ মোড়ে সিগন্যাল খোলার পরে বাসটি বাঁ দিকে ঘুরছিল। সে সময়ে রাস্তার ধারেই ছিলেন আরতি দাস এবং তাঁর স্বামী অসীম দাস। কোনওভাবে বাসের সাইডে ধাক্কা খেয়ে আরতিদেবী রাস্তার উপর সজোরে পড়ে যান। গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাও চলে। ঘণ্টা দেড়েক পর ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, তাঁর পেলভিস ভেঙে গিয়েছে। তাতেই মৃত্যু।

    কী কারণে তাঁরা সেক্টর ফাইভে এসেছিলেন? প্রথমে শোনা গিয়েছিল, তাঁরা ছেলের খোঁজে এসেছিলেন। তবে, নিউটাউনে তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তিনি জানান, প্রতিদিনই বাবা-মায়ের সঙ্গে কথা হয়। গতকালও কথা হয়েছিল। সোদপুরের প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ডাক্তার দেখাবেন বলে তাঁরা এসেছিলেন।  ঘাতক বাস।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)