• গৃহকর্তার সই জাল করে বাড়ি বিক্রি, গ্রেফতার পরিচারিকা
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বা঩ড়ির মালিকের অসুস্থতার সুযোগে তাঁর সইসহ সমস্ত কিছু জাল করে বাড়ি বিক্রি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নিউ আলিপুরে। ঘটনায় জড়িত সন্দেহে চম্পা পুরকাইত নামে এক মহিলাকে কুলতলি থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানা। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক অনেকদিন ধরে অসুস্থ। বিছানায় শয্যাশায়ী রয়েছেন। এই বাড়িতে অনেকদিন ধরে কাজ করছিল  চম্পা। সে ঠিক করে, বাড়িটি হাতাবে। এরপর অন্যকে বিক্রি করে দেবে। মালিককে জানায়, বাড়িটি সংস্কারের কাজ করা হবে। তাই তাঁকে অন্য বাড়িতে স্থানান্তর করা হচ্ছে। কাজ শেষে হলে তাঁকে আনা হবে। সেইমতো একটি ভাড়া বাড়িতে তাঁকে রেখে আসেন অভিযুক্তরা। এরপর বাড়ির দলিল সহ সমস্ত কিছু জাল করে। বাড়ির মালিকের সই জাল করে। তারপর ওই বাড়ি বিক্রি করে দেয় এক দম্পতিকে। মাস খানেক আগে বৃদ্ধের এক আত্মীয় বাড়িতে আসেন। কলিং বেল টিপতেই এক দম্পতি বেরিয়ে আসেন। তাঁদের দেখে আশ্চর্য হন তিনি। তাঁরা জানায় এই বাড়িটি কিনেছেন। যা শুনে আকাশ থেকে পড়েন বৃদ্ধের আত্মীয়। এরপরই তিনি নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাড়িটি পরিচারিকা ও তার এক সহযোগী মিলে জাল নথি তৈরি করে বিক্রি করেছে। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই মহিলাকে। 
  • Link to this news (বর্তমান)