• Breaking News Live: বিষ্ণোই গ্যাংয়ের ‘৪ রত্ন’ গ্রেপ্তার
    এই সময় | ২৭ নভেম্বর ২০২৫
  • পাঞ্জাবে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হ্যান্ডলার গোল্ডি ধিলোঁ গ্যাংয়ের চার শুটার। মোহালির ডেরাবাসসি এলাকা বুধবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে ওই চার শুটারের এনকাউন্টার হয়। তাতেই ধরা পড়ে তারা। পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, বিষ্ণোই গ্রুপের হ্যান্ডলার গোল্ডি ধিলোঁর থেকে চণ্ডীগড়ের ট্রাইসিটি ও পাতিয়ালা এলাকায় 'অপারেশন' চালানোর জন্য ওই চার দুষ্কৃতীকে ভাড়া করা হয়েছিল। ডেরাবাসসি-আম্বালা হাইওয়ের ধারে স্টিল স্ট্রিপ টাওয়ার আবাসনে শুটাররা লুকিয়ে ছিল। আবাসনের কাছেই পুলিশের সঙ্গে এনকাউন্টার হয়। পুলিশের গুলিতে দুই শুটার জখম হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭টি পয়েন্ট ৩২ ক্যালিবারের পিস্তল ও ৭০ রাউন্ড গুলি।

     হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম দু’জন ন্যাশনাল গার্ড। বৃহস্পতিবার ভোর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওয়াশিংটনে।  এ বার বিষয়টি নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে তিনি ‘মানবতার বিরুদ্ধে সন্ত্রাসমূলক পদক্ষেপ’ বলে দাবি করেছেন। 

     বৃহস্পতিবারও ১৬ ডিগ্রির ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এ দিন সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪৪ শতাংশ। 

    রেলওয়ে ওভারব্রিজের রেলিং ভেঙে প্লাইউড বোঝাই ট্রাক পড়ল ২৫ ফুট নীচের রেললাইনে। অল্পের জন্য রক্ষা পেল অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেস ট্রেন। ওই ট্রেন পাশের রেল লাইন দিয়ে ছুটছিল। বুধবার রাত ৯টা নাগাদ উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলায় দুর্ঘটনা। পুলিশ ও রেল সূত্রে খবর, ট্রাক নীচে পড়ার সময় ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ে যায়। তার জেরে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হওয়ায় গরিব রথ এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। তা না হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটত। দুর্ঘটনায় গুরুতর জখম হন ট্রাকচালক। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

  • Link to this news (এই সময়)