• ‘ভারতে জন্মেছি, আমিও মেড ইন ইন্ডিয়া’, ফরাসি শিল্পপতির কথায় হাসিতে ফেটে পড়লেন মোদী
    এই সময় | ২৭ নভেম্বর ২০২৫
  • আত্মনির্ভর ভারতের স্লোগান দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেড ইন ইন্ডিয়া-র উপরে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তিনি। মোদী চান আলপিন টু এলিফ্যান্ট, সব কিছু দেশিয় প্রযুক্তিতে ভারতেই তৈরি হোক। বুধবার সেই মেড ইন ইন্ডিয়া-র জয়গান গাইলেন ফরাসি বহুজাতিক সংস্থা সাফরনের চেয়ারম্যান রস ম্যাকইনেস। আর তা করতে গিয়ে এমন রসিকতা করলেন, হেসে ফেললেন মোদী স্বয়ং।

    হায়দরাবাদে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করে নতুন কারখানা চালু করেছে সাফরন। বাণিজ্যিক বিমানের ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ হবে এখানে। এ দিন ভার্চুয়ালি সেই কারখানার উদ্বোধন করেন মোদী। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সাফরনের চেয়ারম্যান রস ম্যাকইনেস জানান, তিনিও মেড ইন ইন্ডিয়ার অংশ। তার কারণও ব্যাখ্যা করেন তিনি।

    রস ম্যাকইনেসের জন্ম ভারতেই। পরে তিনি ফ্রান্সে যান। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার জন্ম ভারতে। তাই আমিও মেড ইন ইন্ডিয়া।’ ম্যাকইনেসের কথা শুনে হাততালি দিতে শুরু করেন উপস্থিত দর্শকরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মোদী। তিনিও হাসতে শুরু করেন।

    উল্লেখ্য, বাণিজ্যিক বিমানে সাধারণত LEAP ইঞ্জিন ব্যবহার করা হয়। হায়দরাবাদের কারখানায় এই ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ হবে বলে জানিয়েছেন মোদী। তিনি বলেন, ‘বছরে ৩০০টি ইঞ্জিন মেরামতির ক্ষমতা রয়েছে কারখানার। প্রচুর কর্মসংস্থান হবে।’ এটাকে দক্ষ টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের জন্য বড় সুযোগ বলেও উল্লেখ করেন তিনি।

    বিদেশি বিনিয়োগকারীদের বার্তা দিয়ে মোদী বলেন, ‘ভারতে যাঁরা বিনিয়োগ করেন, আমরা তাঁদের নিছক বিনিয়োগকারী হিসাবে দেখি না। তাঁরা উন্নত ভারতের এই যাত্রার অংশীদার। আমাদের সহ-স্রষ্টা।’ এখন ভারতে বিনিয়োগ করা এই দশকের সবচেয়ে বুদ্ধিদীপ্ত ব্যবসায়িক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

  • Link to this news (এই সময়)