• দূষণে জেরবার দিল্লি, সুপ্রিম কোর্টের শুনানি প্রক্রিয়া ভার্চুয়াল মাধ্যমে করার আর্জি আইনজীবীদের
    প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: দিল্লি দূষণের প্রভাব এসে পড়ল সুপ্রিম কোর্টেও। বুধবার এসআইআর সংক্রান্ত শুনানি চলাকালীন নিজের শ্বাসকষ্টের সমস্যার উল্লেখ করে আইনজীবী রাকেশ দ্বিবেদী প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের উদ্দেশে রাজধানীর পরিস্থিতির কথা উল্লেখ করে আপাতত আদালতের শুনানি প্রক্রিয়া ভার্চুয়াল মাধ্যমে করার অনুরোধ করেন। পাশে থাকা প্রবীণ বিচারপতি কপিল সিবালও সমর্থমন করেন তাঁকে।

    দিল্লির খারাপ আবহাওয়ার উল্লেখ করে জানান, বর্তমান পরিস্থিতি আমাদের মতো বয়স্কদের পক্ষে খুবই সমস্যার। তাঁদের সঙ্গে সহমত পোষণ করে প্রধান বিচারপতি জানান, নিয়ম মেনে রোজ সকালে অন্তত এক ঘণ্টা হাঁটেন তিনি। মঙ্গলবার তা করতে গিয়ে অস্বস্তি ভোগ করেন। একইসঙ্গে জানান, তিনি বিষয়টি ভেবে দেখবেন। একইসঙ্গে জানান, যে সিদ্ধান্তই নেবেন, তা বার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করেই নেবেন। বুধবার সন্ধ্যায় বারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বায়ুদূষণের বাড়বাড়ন্ত দেখে গত বৃহস্পতিবার দিল্লি সরকার নভেম্বর–ডিসেম্বরে নির্ধারিত সব স্কুল-কলেজের মাঠের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশও দেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়। কিন্তু বৃষ্টি হয়েছে না-হওয়ার-মতো। অথচ ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বাড়ছে দূষণ। 
  • Link to this news (প্রতিদিন)