• ফের কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির অদূরে গুলি! আহত যুবক
    প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: ফের শুটআউট কসবায়! গুলিবিদ্ধ তরুণ। তাঁর হাতের তালুতে গুলি লেগেছে। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটেছে কসবা থানার অন্তর্গত খাল পাড়ের ফাঁকা জায়গায়। যা কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির থেকে কয়েকশো মিটার দূরে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বন্দুকটিও।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া। তিনি খাল পাড়ের প্রান্তিকপল্লির বাসিন্দা। প্রথমে অভিজিৎ অভিযোগে করেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ তাঁর বাড়ির কাছে দুই দুষ্কৃতী বাইক করে আসে। তাদের মুখ মাস্ক ছিল। মাথায় ছিল হেলমেট। দুই দুষ্কৃতী বন্দুক বার করে অভিজিতের দিকে তাক করে। তাদের সঙ্গে ধস্তাধস্তি বাধে তাঁর। সেই সময় গুলি চালানো হয়। যুবকের বাঁ হাতের তালুতে গুলি লাগে। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই অভিযুক্ত। আহতকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসা শুরু করে পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বিষয়টি জানার পর তদন্ত শুরু করে কসবা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেন তদন্তকারীরা।

    তবে আহত অভিজিতের বয়ানে অসঙ্গতি পান তদন্তকারীরা। পুলিশ ফের জিজ্ঞাসাবাদ করে তাঁকে। তারপরই অভিজিৎ জানান, তাঁর দুই বন্ধুর কাছে একটি ৯ মিমি পিস্তল ছিল। বুধবার রাতে তাঁরা বন্দুকটি নাড়াচাড়া করছিল। সেই সময় বন্দুক থেকে গুলি ছুটে তাঁর হাতে লাগে। তদন্তে অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে একজনকে আটক করেছে পুলিশ। বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

    উল্লেখ্য, বছর খানেক আগে কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য় করে গুলি চলে। তবে তিনি প্রাণে বেঁচে যান। তাঁর বাড়ি এলাকা থেকে কয়েকশো মিটার দূরে ফের গুলি চলায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিজিৎরা বন্দুক পেলেন কোথা থেকে সেই প্রশ্নও সামনে আসছে। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)