রোগী ভর্তি শুরু হল ‘অনন্য’-তে। এসএসকেএমে কর্পোরেট ধাঁচে তৈরি উডবার্ন-২ বা অনন্য-তে গত ২২ অক্টোবর থেকে চালু হয়েছিল বহির্বিভাগ। বুধবার অন্তর্বিভাগে ভর্তি করা হল দু’জন রোগীকে। ধীরে ধীরে রোগী ভর্তি শুরু করা হচ্ছে বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ১৬ সেপ্টেম্বর অনন্য-র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে বিভিন্ন অস্ত্রোপচার ও চিকিৎসার প্যাকেজও তৈরি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিন সকালে ভর্তির পরে একরোগীর থাইরয়েডের অস্ত্রোপচার করা হয়। সেটি করেছেন সার্জিকাল-অঙ্কোলজি বিভাগের চিকিৎসক জয়েশকুমার ঝা। সিঙ্গল কেবিনে থাকা, খাওয়াদাওয়া, অস্ত্রোপচার, ওষুধ, পরীক্ষা সব কিছু নিয়েচার দিনের প্যাকেজের অঙ্ক ৩১ হাজার ৬০০ টাকা।
আজ, বৃহস্পতিবার অন্য এক রোগীর হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচার করবেন অস্থি-শল্য বিভাগের চিকিৎসক তন্ময় দত্ত।এই অস্ত্রোপচারে প্রয়োজনীয় ‘ইমপ্ল্যান্ট’ ছাড়া ৪ দিনের বাকি খরচের প্যাকেজ ৭০ হাজার টাকা। এখন উডবার্ন ব্লকের অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার হলেও, শীঘ্র অনন্যতেই ওই ব্যবস্থা চালু হবে বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অনন্য-তে সিঙ্গল কেবিন ও স্যুইট মিলিয়ে মোট কেবিন ১০০টি।
হাসপাতাল সূত্রের খবর, অ্যাপেন্ডিক্সের ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারে তিন দিনের জন্য ২৮ হাজার ২০০ টাকা, ল্যাপারোস্কোপিক প্রোস্টেটেকটমিতে চার দিনের জন্য ৫৮ হাজার, বাইপাস অস্ত্রোপচারে ১২ দিনের জন্য ১ লক্ষ ৯২ হাজার, অ্যাঞ্জিওগ্রাফিতে এক দিনের থাকা-খাওয়া ও অন্যান্য খরচ নিয়ে ১৫ হাজার, পেসমেকারের ক্ষেত্রে চার দিনের জন্য ৩৪ হাজার (পেসমেকারের দাম ছাড়া)প্যাকেজ স্থির করা হয়েছে। প্যাকেজের মধ্যে থাকা-খাওয়া, পরীক্ষা, অস্ত্রোপচার, চিকিৎসকের ফি রয়েছে। তবে কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজনীয় যন্ত্র বা ইমপ্ল্যান্ট আলাদা করে কিনতে হবে।