• ডাবল ডেকার বাস সংরক্ষণের সিদ্ধান্ত, আর চালানো হবে না রাস্তায়
    এই সময় | ২৭ নভেম্বর ২০২৫
  • এই সময়, কোচবিহার: কোচবিহারের রাস্তায় আর দেখা যাবে না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) একমাত্র দোতলা বাস। পাকাপাকি ভাবে বাসটিকে শুধুমাত্র প্রদর্শনীর জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিগম। ইতিমধ্যেই শহরের সিলভার জুবিলি রোডের পাশে থাকা নিগমের ওল্ড বাসস্ট্যান্ডে একটি জায়গাও চিহ্নিত করা হয়েছে। এনবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, খুব শিগগিরিই বাসটিকে সাজিয়ে-গুছিয়ে নির্দিষ্ট একটি জায়গায় রাখা হবে। তার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    রাজ্যের মধ্যে কলকাতা ছাড়া একমাত্র কোচবিহারের রাস্তায় একটা সময়ে দোতলা বাস চলত। পাঁচটি দোতলা বাসের মধ্যে বর্তমানে একটি বাস অবশিষ্ট রয়েছে। সেটি রাখা আছে সেন্ট্রাল বাস টার্মিনাসে। বাসটিকে মেরামত করে রাস্তায় নামানোর চেষ্টা হলেও বার বার বিকল হয়েছে। সেটিকে ঠিক করতে প্রচুর খরচও করা হয়েছে। যন্ত্রাংশ না-পাওয়ায় সমস্যা বাড়তে থাকে। তাই আর রাস্তায় না-নামানোর সিদ্ধান্ত হয়েছে।

    জেলা হেরিটেজ কমিটির কোচবিহারের সদস্য ঋষিকল্প পাল বলেন, 'যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাকে সাধুবাদ জানাই। এখানে সারাবছর পর্যটক আসেন। নতুন ডাবল ডেকার বাস এনে চালানো যেতেই পারে। সেই বিষয়টি ভেবে দেখতে পারে নিগম।' বাম আমলের শুরুর দিকে ডাবল ডেকার বাস পরিষেবা চালু হয়। পরবর্তীতে দু'ধাপে মোট চারটি বাস কোচবিহারে নিয়ে আসা হয়।

    ২০০০-এর পর থেকে বাসগুলি অকেজো হতে শুরু করে। তখন খরচ এবং সময়ের অভাবে বাসগুলি মূল রুটে চালানো বন্ধ করা হয়। পরে বাসগুলিকে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হতো। তাতেও লাভহয়নি। তাই সব দিক চিন্তা করে একটি বাস সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নিগম।

  • Link to this news (এই সময়)