• ‘অযোগ্য’দের বিশদ তথ্য-সহ তালিকা প্রকাশ করল SSC
    এই সময় | ২৭ নভেম্বর ২০২৫
  • কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার ‘অযোগ্য’দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার দুপুরে কমিশনের ওয়েবসাইটে মোট ১,৮০৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম ছাড়াও প্রার্থীদের রোল নম্বর, বিষয়, অভিভাবকের নাম, জন্ম তারিখ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, এর আগে ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করা হলেও সেখানে শুধু প্রার্থীদের নাম ও রোল নম্বর দেওয়া হয়েছিল। সেই তালিকা নিয়ে শুরু হয় বিতর্ক। এই নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, কোনওভাবেই যেন অযোগ্য প্রার্থীরা নতুন পরীক্ষায় অংশগ্রহণ না করেন। তবে নতুন পরীক্ষাতেও বেশ কিছু অযোগ্য প্রার্থীরা অংশ নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

    ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় শূন্যপদ তৈরি করে ফ্রেশার প্রার্থীদেরও সুযোগ দেওয়া হয়েছিল। যা নিয়ে আপত্তি তোলে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করার পরে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তবে সেই পরীক্ষায় ফ্রেশার প্রার্থীদের সুযোগ দেওয়ার কথা বলা হয়নি বলে জানায় সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে এসএসসি মামলার সব আবেদন হাইকোর্টে পাঠায় রাজ্য। এসএসসি–কে অযোগ্যদের তালিকা বিশদ তথ্য–সহ জনসমক্ষে আনতে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্টও।

  • Link to this news (এই সময়)