• দু'চাকায় বাংলাদেশ, সাইকেলেই ছিল রহস্য!
    আজকাল | ২৭ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এপার থেকে ওপার। মাঝে দূরত্ব অল্প পথ। সাইকেল নিয়ে দিব্যি অনেকটাই পথ পেরিয়ে এসেছিল এক যুবক। সামনেই সীমান্ত। আচমকাই সামনে এলেন বিএসএফ জওয়ানরা। পগাড় পার হল যুবক। সাইকেলে তল্লাশি চালায় বিএসএফ। শেষপর্যন্ত একটি চাকার থেকে বেরিয়ে এল ৮১৭ গ্রামের কাছাকাছি সোনা। যার বাজারমূল্য ১ কোটি ২ লক্ষ ৪০ হাজার ২৩০ টাকা। ঘটনাটি ঘটেছে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে। 

    সীমান্ত এলাকায় নজরদারি এই মুহূর্তে আরও বাড়িয়েছে বিএসএফ। সীমান্তে অপরাধ আটকাতে ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। যার মধ্যে একটি হল অপরাধের খবর দেওয়ার জন্য পুরষ্কার ঘোষণা। এর জন্য একটি বিশেষ মোবাইল নম্বর চালু করেছে তারা। যেখানে পাকাপোক্ত খবরের জন্য একদিকে যেমন খবর দাতাকে পুরষ্কৃত করা হবে পাশাপাশি তার নামও গোপন রাখা হবে। ইতিমধ্যেই এই নম্বরে ফোন করে অনেকেই বিএসএফকে তথ্য যোগান দিচ্ছেন বলে জানা গিয়েছে। 

    বুধবার বিএসএফ জানতে পারে মহাদিপুর সীমান্ত দিয়ে সোনা পাচারের চেষ্টা হতে পারে। সেইমতো সতর্ক হয়ে যায় তারা। বাড়ানো হয় সীমান্ত এলাকায় জওয়ানের সংখ্যা। একটু পরে দেখা যায় সাইকেল নিয়ে সীমান্তের দিকে ধীরে ধীরে এক যুবক এগিয়ে আসছে। তাকে তল্লাশি করে কিছু না পেয়ে বিএসএফ তার সাইকেল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। দেখা যায় সামনের চাকা কিছুটা ফুলে শক্ত হয়ে আছে। কিন্তু এর মাঝেই ওই যুবক আচমকা সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত চাকার টায়ার থেকে সাতটি সোনার বিস্কুট উদ্ধার হয়। দুষ্কৃতীকে ধরতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালায় বিএসএফ। কিন্তু এখনও পর্যন্ত তাকে ধরা যায়নি বলেই জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)