• মালদহে পৌঁছলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহে এসে পৌঁছলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার মালদহ জেলার মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করবেন তিনি। দুপুর দুটোয় ইংলিশবাজার শহরের বাঁশবাড়ি উমেশচন্দ্র বাস্তুহারা স্কুলে বৈঠক করবেন তিনি। চলতি বছরে মালদহ জেলায় ১৯টা সেন্টার ও ১০১টা ভেন্যু রয়েছে মাধ্যমিকের। সবমিলিয়ে মোট ১২০টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। ১৯ জন সেন্টার সেক্রেটারি ও ১০১ জন ভেন্যু সুপারভাইজারকে নিয়ে এদিন বৈঠক করবেন পর্ষদ সভাপতি। বৈঠকে উপস্থিত থাকবেন জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মাধ্যমিক পরীক্ষার জন্য পর্ষদ নতুন কি নিয়ম লাগু করতে চলেছে, পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তা, প্রশ্নপত্র সেন্টার থেকে ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সংশোধিত নিয়ম কানুন সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)