• মৈপীঠ-বৈকণ্ঠপুরে বাঘের আতঙ্ক!
    বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: ফের বাঘের আতঙ্ক মৈপীঠে। আজ, বৃহস্পতিবার সাত সকালেই বাঘের আতঙ্ক সৃষ্টি হয়েছে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ-বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর এলাকায়। ঠাকুরান নদীর শাখা নদীর পাশেই এদিন সকালে বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পান এক যুবক। গোটা বিষয়টি এলাকায় জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।গতকাল, বুধভার সন্ধ্যাতেও ওই এলাকায় বাঘের গর্জন শোনা গিয়েছিলে বলে দাবি গ্রামবাসীদের। সঙ্গে সঙ্গে এদিন সকালে খবর দেওয়া হয় স্থানীয় মৈপীঠ উপকূল থানায়। সেই সঙ্গে বনদপ্তরেও খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। যদিও তাঁদের দাবি, বাঘ আপাতত ওই এলাকা থেকে চলে গিয়েছে। তবুও গোটা এলাকায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। 
  • Link to this news (বর্তমান)