ফুলেশ্বরে চুরির ঘটনার তদন্তে নেমে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ১
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: চুরির ঘটনার তদন্তে নেমে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল উলুবেড়িয়া থানার পুলিশ। গত সোমবার রাতে হাওড়ার ফুলেশ্বর ১১ নং ফটক এলাকার একটি সোনার দোকানের মালিকের হাত থেকে নগদ টাকা ও সোনার গয়না সহ ব্যাগ ছিনতাই করে পালানোর অভিযোগ উঠেছিল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। দোকান বন্ধের সময়ে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীর নাম শেখ বাবুলাল।ধৃত যুবকের আবার বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি রয়েছে। ধৃতকে আজ, বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে। প্রসঙ্গত, ওই সোনার দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। উলুবেড়িয়ার বিভিন্ন থানা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গতকাল, বুধবার রাতে শেখ বাবুলালকে চিহ্নিত করে। তারপরেই তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা।