দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল কমিশন, তালিকায় রয়েছে ১,৮০৬ জনের নাম
দৈনিক স্টেটসম্যান | ২৭ নভেম্বর ২০২৫
এসএসসি মামলায় দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার প্রকাশ করা হল দাগিদের তালিকা। এই তালিকায় রয়েছে ১ হাজার ৮০৬ জনের নাম।
সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল নতুন চাকরি পরীক্ষায় কোনও ভাবেই অযোগ্যরা যাতে সুযোগ না পায়। অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকার প্রকাশ করতে বলা হয়। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় দাগি প্রার্থীদের রোল নম্বরের সঙ্গে রয়েছে অভিভাবকের নাম, জন্ম তারিখ এবং তাঁর সংশ্লিষ্ট বিষয়।
এর আগে রাজ্য যে তালিকা প্রকাশ করেছিল, সেখানে শুধু চিহ্নিত ‘দাগি’দের নাম ও রোল নম্বর ছিল। বৃহস্পতিবার যে তালিকা প্রকাশ হল, তাতে আদালতের নির্দেশ অনুযায়ী, নাম, রোল নম্বর, বিষয়, পিতার নাম এবং জন্মতারিখ উল্লেখ করা হয়েছে। তবে ওই প্রার্থীরা ২০১৬ সাল থেকে কোন স্কুলে পড়াচ্ছিলেন তার উল্লেখ করা হয়নি। তাঁদের বিভাগও উল্লেখ করা হয়নি বলে খবর। আর তা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। চিহ্নিত ‘দাগি’রা কোন স্কুলে পড়াতেন তার উল্লেখ নেই কেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে এসএসসি। কমিশন যাতে নির্বিঘ্নে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, সেটা নিশ্চিত করাই আমাদের কাজ। যদি সেটা কোনও ভাবে না হয় তাহলে এসএসসি আইনি প্রক্রিয়া মেনে এগোবে।‘
বিরোধীদের নিশানা করে বৃহস্পতিবার ব্রাত্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে নিয়োগ করতে না পারে বিরোধী দলগুলি সেই চেষ্টাই করে চলেছে। তবে নিয়োগ করা সরকারের কাজ। সেটা স্বচ্ছতার সঙ্গে করা হবে বলে এদিন তিনি জানান।
প্রকাশিত তালিকায় বিশেষভাবে সক্ষম প্রার্থীর নাম অযোগ্য হওয়া সত্ত্বেও রাখা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী জানান, ‘বিষয়টি এসএসসি-র সিদ্ধান্ত।‘ ব্রাত্য এ দিন ফের ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন,‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কোনও ‘যোগ্য’ প্রার্থীকে যাতে চাকরিহারা না হতে হয়, তা দেখার আশ্বাস দিয়েছেন তিনি। পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে শূন্যপদ বৃদ্ধির বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হবে।‘
অন্যদিকে আজ বৃহস্পতিবার ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোড করতে হবে এসএসসিকে। পাশাপাশি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও বিচারপতি সিনহা এদিন তলব করেছেন।