বৃহস্পতিতে লক্ষ্মীর কৃপা শেয়ার বাজারে, ১৪ মাস পর সর্বকালীন উচ্চতায় নিফটি
প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারে লক্ষ্মীর কৃপা শেয়ার বাজারে। নিফটি এবং সেনসেক্স দুইই ছুটছে উপরের দিকে। ১৪ মাস পরে নিফটি পৌঁছে গেল নিজের সর্বকালীন উচ্চতায়। ও দিকে সেনসেক্সও অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। ঠিক কত পয়েন্টে পৌঁছেছে নিফটি ও সেনসেক্স?
এদিন সকাল নটা বেজে ২৫ মিনিট নাগাদ বাজারের শুরুতেই ২২৪.৮০ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছেছে ৮৫,৮৩৬.৭৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৬০.৮৫ পয়েন্ট বেড়ে ২৬,২৬৬.১৫-তে পৌঁছে গিয়েছে। স্বভাবতই খুশির হাওয়া শেয়ারবাজারে। কোন কোন সংস্থার শেয়ার বাড়ল এবং কমল?
গতকাল নিফটিতে ৩২০ পয়েন্টের উত্থানের সঙ্গে সঙ্গে বাজারে গতি আসে। এদিন সেই ধারাবাহিকতা বজায় থাকে। সেনসেক্স ও নিফটির পাশাপাশি শেয়ার বাজারের একাধিক সেক্টরাল ইনডেক্সের পয়েন্টও বেড়েছে। নিফটি অটো, নিফটি এফএমসিজি, নিফটি মেটালস, নিফটি ফার্মার মতো সেক্টরের পয়েন্ট বেড়েছে। যদিও নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি রিয়েলটি, নিফটি আইটি-র মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে। বৃহস্পতিবার বাজারে বৃদ্ধির আবহেও স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্স ডাউন রয়েছে।