আধার থাকলেই ভোটাধিকার দিতে হবে? SIR মামলায় পালটা প্রশ্ন সুপ্রিম কোর্টের
প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ? দীর্ঘদিনের এই সংশয় এবার মিটিয়ে দিল সুপ্রিম কোর্ট। বাংলা, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যের SIR মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, আধার কার্ড কখনওই নাগরিকত্বকে সম্পূর্ণ ভাবে প্রমাণ করতে পারে না। শীর্ষ আদালতের প্রশ্ন, “আধার কার্ড থাকলেই ভোটাধিকার দিতে হবে?”
SIR মামলা চলাকালীন মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য ছিল, বৈধ নথির তালিকায় আধারকেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হোক। যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন করেন, “আধার কার্ড হল এমন একটি বিষয়, যার মাধ্যমে সরকারি সুযোগসুবিধা পাওয়া যায়। মূলত জনকল্যাণমুখী প্রকল্পের জন্য এটা তৈরি।” প্রধান বিচারপতি বলেন, “ধরুন কেউ প্রতিবেশী দেশের বাসিন্দা। কেউ শ্রমিক হিসাবে কাজ করেন। আপনারা রেশনের জন্য আধার দিচ্ছেন। এটা আমাদের সাংবিধানিক নীতির অংশ। কিন্তু শুধুমাত্র তাঁকে আধার নথি দেওয়া হয়েছে বলে কি তাঁকে এখন ভোটার হিসেবেও গণ্য করা উচিত?”
ডিভিশন বেঞ্চের আর এক বিচারপতি দীপঙ্কর বাগচি স্পষ্ট জানান, কোনও ভোটারের নথিপত্র ঠিকঠাক রয়েছে কি না, তা যাচাই করার সাংবিধানিক এক্তিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। তিনি আরও বলেন, “আধার কার্ড কখনওই নাগরিকত্বকে সম্পূর্ণ ভাবে প্রমাণ করতে পারে না। সেই কারণেই আমরা বলেছি এই তালিকার মধ্যে অন্যতম একটি নথি হতে পারে। একমাত্র নথি নয়। যদি কারও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাঁকে নোটিস দিতে হবে।”
তবে বুধবারের শুনানিতে একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, যদি মামলাকারীরা উপযুক্ত কারণ দেখাতে পারেন, তাহলে SIR প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হতে পারে। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন ৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ধার্য করায় প্রশ্ন তুলেছিলেন আবেদনকারীর আইনজীবীরা। কারণ, ওইদিন রাজ্যের এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা। যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, “আপনারা যুক্তি দেখাতে পারলে আমরা ভোটার তালিকার খসড়া প্রকাশের সময় বাড়ানোর নির্দেশ দিতে পারি। আদালত কি এতটাই ক্ষমতাহীন যে, তালিকা প্রকাশের তারিখ নির্দিষ্ট করা রয়েছে বলে কোনও নির্দেশই দিতে পারব না?”