• ভারত-মায়ানমার সীমান্তে ইডি হানা! মাদক পাচারের ‘মানি ট্রেল’ ছড়িয়ে কলকাতার বুকে
    প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে ভারত-মায়ানমার সীমান্ত। মাদক পাচারের সঙ্গে যুক্ত অর্থ পাচারের ঘটনায় বৃহস্পতিবার অসম ও গুজরাটের পাশাপাশি মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তে তল্লাশি চালিয়েছে ইডি (ED Raid)। এই অঞ্চলে এটাই ইডি-র প্রথম তল্লাশি বলে জানা গিয়েছে।

    ইডি আধিকারিকরা জানিয়েছেন, মিজরামের চাম্পাই এলাকায় ছড়িয়ে রয়েছে এই নেটওয়ার্ক। মাদক পাচারকারীরাই এখানে অর্থ পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি আধিকারিকদের। মিজোরামের কিছু প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন কলকাতায় থাকা কিছু শেল কোম্পানির সঙ্গে হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতার এই সংস্থাগুলি ক্যাফিন অ্যানহাইড্রাস কিনেছিল বলে দাবি করা হয়েছে।

    ইডি আধিকারিকরা জানিয়েছেন, মেথঅ্যামফেটামিন উৎপাদনে ব্যবহৃত এই রাসায়নিকগুলি ভারত থেকে মায়ানমারে পৌঁছায় মিজোরামে থাকা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে। মায়ানমারে এই মাদক তৈরি হওয়ার পরে ফের মিজোরামের সীমান্ত দিয়েই ভারতে নিয়ে আসা হয়।

    ইডি জানিয়েছে, অসম, মিজোরাম, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং দিল্লিতে নগদ টাকা জমা থাকার খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, নারকো-হাওলা অপারেটরদের ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা ৫২.৮ কোটি টাকার খোঁজও পাওয়া গিয়েছে। ইডি জানিয়েছে, অভিযানের চলাকালীন কিছু হাওলা অপারেটরকে জিজ্ঞাসাবাদ করছে ইডি।

    কিছুদিন আগেই দিল্লি থেকে ২৬২ কোটি টাকার নিষিদ্ধ মাদক ‘মেথঅ্যামফেটামিন’ উদ্ধার করা হয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং দিল্লি পুলিশের একটি যৌথ দল আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের পর্দা ফাঁস করেছে। দিল্লির একটি ফার্মহাউসে হানা দিয়ে শুরু হয় এই অভিযান। ছত্তরপুরে শেষ হওয়া তিন দিনের অভিযানে ২৬২ কোটি টাকার ৩২৮.৫৪ কেজি মেথ উদ্ধার হয়েছে। নাগাল্যান্ডের এক মহিলা-সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)