• ‘লিফট আছে, কোনওভাবেই বাংলো খালি করবেন না লালু-রাবড়ি’, নীতীশ সরকারকে সাফ জানাল আরজেডি
    প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাটনার ১০ নম্বর সার্কুলার রোডের বাড়িতেই থাকবেন লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবী (Lalu Yadav-Rabri Devi)। কোনওভাবেই ওই বাংলো খালি করা হবে না। নীতীশ সরকারের নোটিসকে কার্যত ফুঁৎকারে উড়িয়ে সাফ জানিয়ে দিল আরজেডি। দলের তরফে বলা হচ্ছে, ১০ সার্কুলার রোডের বাড়িতে লিফট রয়েছে। লালুর স্বাস্থ্যের যা অবস্থা তাতে ওই লিফট তাঁর প্রয়োজন।

    বিহারে সরকার গঠনের স্বপ্নভঙ্গ হয়েছে লালু পরিবারের। আরও একবার এরাজ্যে ক্ষমতায় এসেছে এনডিএ। ক্ষমতা দখলের পরই পাটনার ১০ সার্কুলার রোডের সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে লালুপ্রসাদ যাদবের পরিবারকে। আরজেডির রাজনৈতিক তৎপরতার মূল কেন্দ্র ছিল ১০ সার্কুলার রোডের এই সরকারি বাংলো। রাবড়ি দেবীর নামে বরাদ্দ এই বাড়িই এবার খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিহারের বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের তরফে। এতদিন লালু পত্নী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর নামে বরাদ্দ ছিল বাংলোটি। ২ দশক ধরে ওই বাড়িতেই রয়েছেন রাবড়ি এবং লালু। সরকারি নির্দেশ অনুযায়ী লালু পরিবারের নয়া ঠিকানা হতে চলেছে হার্ডিং রোডে ৩৯ নম্বর সেন্ট্রাল পুল হাউস।

    রাবড়িকে পাঠানো নোটিসে বলা হয়েছে, এনডিএ সরকারের নতুন মন্ত্রীদের জন্য আবাসন বরাদ্দ করতে হয়েছে। সেই কাজের জন্যই ১০ সার্কুলার রোডের ওই বাড়ি খালি করতে হবে রাবড়ি দেবীকে। কিন্তু রাবড়ি ওই বাংলো খালি করতে নারাজ। আরজেডির তরফে সাফ বলা হচ্ছে, কোনওভাবেই রাবড়ি বাংলো খালি করবেন না। দলের তরফে বলা হচ্ছে, খুব শীঘ্রই চিঠি লিখে রাবড়ি দেবী নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। লালুর স্বাস্থ্যের যা অবস্থা, তাতে তাঁর জন্য লিফ্‌ট প্রয়োজন। আর সেটি ১০ সার্কুলার রোডের বাংলোয় রয়েছে। তাছড়া ১০ সার্কুলার রোডের বাড়িটি বেশ বড়। সেখানে লালু-রাবড়ির নিরাপত্তারক্ষীরা নিশ্চিন্তে থাকতে পারেন। নতুন বরাদ্দ বাংলোটি ছোট হওয়ায় এক্ষেত্রে অসুবিধা হতে পারে।

    আসলে লালু পরিবার ও আরজেডির কাছে ১০ সার্কুলার রোডের বাংলোটি ধরে রাখাটা প্রেস্টিজ ইস্যু। কারণ ওই বাড়িটি লালুর দল ও আদর্শের প্রতীক হয়ে উঠেছে। ওই বাংলো যদি হাতছাড়া হয়, তাহলে সেটা রাজনৈতিকভাবে বিরাট ধাক্কা হবে আরজেডির প্রধান পরিবারের জন্য।
  • Link to this news (প্রতিদিন)