লাল সন্ত্রাসে লাগাম, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৪৩ মাওবাদীর, সব মিলিয়ে মাথার দাম ছিল ১ কোটি
প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন আগেই ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই’য়ের হুঁশিয়ারি দিয়েছিল তারা। কিন্তু তার একদিন পরই আত্মসমর্পণ করল ৪৩ জন মাওবাদী। ঘটনাস্থল ছত্তিশগড়। সব মিলিয়ে আত্মসমর্পণকারী মাওবাদীদের মাথার দাম ছিল ১.৩ কোটি টাকা।
জানা গিয়েছে, বুধবার বিজাপুর জেলায় অস্ত্রসস্ত্র সমতে আত্মসমর্পণ করেন ৪১ জন মাওবাদী। তাদের মধ্যে ১২ জন মহিলা। সব মিলিয়ে তাদের মাথার দাম ছিল ১.১৯ কোটি টাকা। একইদিনে রাজনন্দগাঁও জেলায় আত্মসমর্পণ করে আরও এক মাওবাদী দম্পতি। সম্মিলিতভাবে তাদের মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা। ‘নৃশংস’ এবং ‘আমানবিক’ মাও আদর্শের প্রতি হতাশ এবং বিরক্ত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্য়ে অনেকেই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিল বলে খবর।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে পুরোপুরি নির্মূল করা হবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে জোরকদমে শুরু হয়েছে কাজ। গত কয়েক মাসে ছত্তিশগড়, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে আত্মসমর্পণ করেন কয়েকশো মাওবাদী। স্পষ্ট ভাষায় শাহ জানিয়েছেন, “যারা হিংসাত্যাগ করে মূল স্রোতে ফিরছেন তাঁদের স্বাগত জানাই। কিন্তু যারা এখনও বন্দুক চালিয়ে যাবে তাঁদের নিরাপত্তা বাহিনীর মারণ শক্তির মুখোমুখি হতে হবে।”