• অতিরিক্ত কাজের চাপ! বাঁকুড়ায় হৃদরোগে আক্রান্ত বিএলও, রাসবিহারিতেও অসুস্থ আধিকারিক
    প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ব্যুরো: অতিরিক্ত কাজের চাপে ফের অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের দুই প্রান্তের দুই বিডিও। হৃদরোগে আক্রান্ত হয়েছেন বাঁকুড়ার বড়জোড়ার প্রাথমিক শিক্ষক কমলকুমার বিশ্বাস। বর্তমানে তিনি দুর্গাপুর মিশন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন পরিবারের দাবি অসুস্থতার কথা আগে জানানো হলেও কমিশনের তরফে সেভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে অসুস্থ হয়ে পড়েছেন রাসবিহারি বিধানসভার এক বিএলও প্রদীপ ভুক্তার। তাঁকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    বড়জোড়ার প্রাথমিক শিক্ষক কমলকুমার বিশ্বাস বড়জোড়ার পল্লিশ্রী মানাচর প্রাথমিক বিদ্যালয়ের ৫০ নম্বর বুথের বিএলও হিসাবে দায়িত্ব পেয়েছেন। ওই বুথের মোট ১৩৮৭ জন ভোটারের দায়িত্ব কমলবাবুর উপর। পরিবার জানিয়েছে,অতিরিক্ত কাজের চাপ, মানসিক দুশ্চিন্তা, লাগাতার রাত জাগার জেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সদস্যরা জানিয়েছেন, কয়েকদিন ধরে বাড়ির সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করছিলেন তিনি। বাড়ি ফিরে লাগাতার ফোন। না খেয়ে দিন কাটানো এসবের কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদরোগে আক্রান্ত হন। 

    অন্যদিকে, রাসবিহারি বিধানসভার ৯৩ ওয়ার্ডের ২৫৬ নম্বর পার্টের বুথের বিএলও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত কাজের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। এছাড়াও এসআইআর প্রক্রিয়ার কাজ করতে গিয়ে বুধবার মাথা ঘুরে পড়ে যান অশোকনগর মানিকতলা এলাকার বিএলও
    চিরঞ্জিত মজুমদার। তাতে তাঁর পায়ে আঘাত লাগে। আজ, বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে নিয়ে গেলে বলা হয় তাঁর পা ভেঙে গিয়েছে। এছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে। 
  • Link to this news (প্রতিদিন)