• পশ্চিমের জেলায় পারদ নামল ১১ ডিগ্রিতে! কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচেই
    প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: রাজ্যজুড়ে শীতের আমেজ। তাপমাত্রা স্বাভাবিকের নিচেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। তবে মাসের শেষের দু’দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে তা স্বাভাবিক তাপমাত্রার উপরে যাবে না বলেই পূর্বাভাস।

    হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা সামান্য নেমেছে। পশ্চিমের জেলায় ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালে ও রাতে শীতের আমেজ। কুয়াশা সতর্কবার্তা না থাকলেও কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। তবে পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে! আবহাওয়া আপাতত শুষ্কই।

    কলকাতায় দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই। আজও, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী ২৪ ঘণ্টায় সামান্য নামতে পারে পারদ। পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস। তবে তা কোনও ভাবেই স্বাভাবিকের উপরে যাবে না। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

    উত্তরবঙ্গে ভরপুর শীত। দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আগামী কয়েক দিনে উপরের জেলাগুলি তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহান্তে নিচের দিকের জেলা দুই দিনাজপুর ও মালদহে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস।
  • Link to this news (প্রতিদিন)