অর্ণব আইচ: খাস কলকাতা থেকে আস্ত একটি বাড়ি চুরি! এমনই চমকপ্রদ ঘটনা ঘটেছে নিউ আলিপুরে (New Alipore)। বাড়ি সারানোর নাম করে অসুস্থ গৃহকর্তাকে ভাড়া বাড়িতে রেখে তাঁর নিজের বাড়িই অন্যকে বিক্রি করে দেওয়ার ‘ষড়যন্ত্র’ করার অভিযোগ এক আত্মীয় ও পরিচারিকার বিরুদ্ধে। পুলিশ তদন্তে নেমে গৃহকর্তার পরিচারিকা ও এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এই জালিয়াতি চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। টানা জেরা করা হচ্ছে ধৃতদের।
ঘটনাটা ঠিক কী? পুলিশ জানিয়েছে, নিউ আলিপুরের(New Alipore) এক বাসিন্দা নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর আত্মীয় অলোক ঘোষ এবং বাড়ির পরিচারিকা চম্পা তাঁকে বোঝান যে, বাড়িটি মেরামত করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তাই তাঁকে আপাতত ভাড়াবাড়িতে গিয়ে থাকতে হবে। বাড়ি সারাইয়ের কথা শুনে তা বিশ্বাস করেন অসুস্থ গৃহকর্তা। নিজের বাড়ি ছেড়ে চলে যান ভাড়াবাড়িতে। এরপরই শুরু হয় ‘ষড়যন্ত্র’। অলোক ও চম্পা মিলে বাড়িটি বিক্রির চেষ্টা করে। খদ্দেরের খোঁজ শুরু হয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারীর সই জাল করে ভুয়ো নথিপত্র তৈরি করে অলোক ও চম্পা। সেটাই নথি হিসেবে দেখিয়ে ৭৪ লক্ষ টাকায় ওই বাড়িটি বিক্রি করে দেয় তারা। এর মধ্যে ২৫ লক্ষ টাকা চম্পাকে দেওয়া হয়। এর মধ্যেই কিছুটা সুস্থ হয় উঠে নিউ আলিপুরে নিজের বাড়িতে যান। গিয়ে দেখেন, অচেনা লোকজন বাস করতে শুরু করেছে তাঁরই বাড়িতে। বুঝতে পারেন যে, বাড়িটি বেহাত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে প্রথমে গ্রেপ্তার হয় অলোক ঘোষ নামে ওই ব্যক্তি। তাঁকে জেরা করেই বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থেকে পুলিশ গ্রেপ্তার করে চম্পা পুরকায়েত নামে ওই পরিচারিকাকে। চম্পাকে জেরা করে এই জালিয়াতি চক্রে আরও কতজন রয়েছে তা জানতে মরিয়া তদন্তকারীরা।