• পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের সুজিতপুত্রকে তলব করল ইডি, চাওয়া হল বিনিয়োগ সংক্রান্ত নথি
    প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলে (Sujit Bose’s Son) সমুদ্র বসুকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক নথি নিয়ে আগামী সপ্তাহেই ইডি দপ্তরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সোমবারই পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত পুত্রকে প্রায় ১২ ঘণ্টা জেরা করেন ইডি আধিকারিকরা। কিন্তু নতুন করে একাধিক প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারী আধিকারিকরা। বিশেষ করে সমুদ্র বসুর হোটেল, ধাবা, রেস্তোরাঁ, আয়ব্যয় সংক্রান্ত নথি চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, কোন ব্যবসায় কত বিনিয়োগ সেই সংক্রান্ত তথ্যও জমা দিতে বলা হয়েছে বলে খবর।

    অন্যদিকে এদিন ইডির দপ্তরে হাজিরা দেন মন্ত্রী সুজিত বসুর স্ত্রী। এর আগে তলব করা হলেও হাজিরা দেননি তিনি। বাড়িতে পুজো থাকায় সময় চেয়ে নেন। কিন্তু আজ বৃহস্পতিবার সকালেই ইডিকে না জানিয়েই আইনজীবীকে সঙ্গে নিয়ে দপ্তরে পৌঁছে যান মন্ত্রীর স্ত্রী। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। কিন্তু এদিন তদন্তকারীরা ব্যস্ত থাকায় জেরা করা সম্ভব হয়নি। ইডি সূত্রে খবর, নতুন করে তাঁদের সময় দেওয়া হবে। আইনজীবী জানিয়েছেন,”তদন্তে সবরকমভাবে সহযোগিতা করা হচ্ছে।”

    বলে রাখা প্রয়োজন, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ২০২৪ সালে লেকটাউনে সুজিতের দু’টি বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। এমনকী গত কয়েকমাস আগেও পুর নিয়োগ দুর্নীতির মামলায় মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। এরপরেই মন্ত্রী কন্যা, ছেলে এবং স্ত্রীকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে সুজিত কন্যাকে জেরা করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এমনকী তাঁর স্বামীকেও ইডি জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। শুধু তাই নয়, সুজিত পুত্র সমুদ্র বসুকেও জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু নতুন করে একাধিক প্রশ্নের উত্তর জানতে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
  • Link to this news (প্রতিদিন)