চিকিৎসককে ৩৬ লক্ষ টাকা প্রতারণায় অসম যোগ! সিআইডির হাতে গ্রেপ্তার জালিয়াত
প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
অর্ণব আইচ: বিনিয়োগ করলে অতিরিক্ত লাভ! চিকিৎসকের সঙ্গে ৩৬ লক্ষ টাকার প্রতারণা! সাইবার জালিয়াতির (Cyber Fraud) তদন্তে নেমে বুধবার রাতে অসমের কামরূপ থেকে এক জালিয়াতকে গ্রেপ্তার করল সিআইডি। এই নিয়ে এই প্রতারণা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করলেন রাজ্য গোয়েন্দারা। এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
২০২৪ সালে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেখে একটি বিনিয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন প্রতারিত চিকিৎসক। তারপর তাঁকে একটি হোয়াসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। দু’মাস ধরে স্টক মার্কেটে কীভাবে বিনিয়োগ করতে হয়, সেই সংক্রান্ত ট্রেনিং দেওয়া হয় তাঁকে। তারপর শুরু হয় টাকা নেওয়ার পালা! চিকিৎসকে ভুল বুঝিয়ে ১০ বারে ধাপে ধাপে ৩৬ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। তারপর তিনি যখন সেই টাকা ফেরত চান, তখনই বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার।
এরপর বারাসত থানায় সাইবার জালিয়াতির(Cyber Fraud) অভিযোগ জানান প্রতারিত চিকিৎসক। তদন্তে নামে পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তে নেমে গোয়েন্দারা একে একে প্রতারকদের গ্রেপ্তার করে। চলতি বছরের মার্চ মাসের ৭ তারিখ দেবাশিস রায় নামে একজনকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে প্রসেনজিৎরঞ্জন নাথের। জুন মাসের ২৫ তারিখ আলিপুর থেকে তাঁকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। এরপরই এইচডিএফসি ব্যাঙ্কের কর্মচারী অমিত ঘোষ গার্ডেনরিচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই এলাকা থেকে ও রিয়াজ আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে জাহিরুল ইসলামের। গতকাল বুধবার অসম থেকে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। তদন্তকারীদের অনুমান, এই প্রতারণা চক্রে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে।