• ২০২৬-এর ছুটির তালিকা প্রকাশ নবান্নর, পুজোর মাসে ক’টা ছুটি? রইল হলি-ডে ক্যালেন্ডার
    এই সময় | ২৭ নভেম্বর ২০২৫
  • Big Breaking: নতুন বছরে ছুটি কবে কবে? ২০২৬ সালে রাজ্যে ঠিক কবে, কীসের জন্য ছুটি থাকবে। তার তালিকা প্রকাশ করে দিল রাজ্য সরকার। বছরের প্রথম দিনেই ছুটি থাকছে। জানুয়ারিতেই থাকছে ৫টি ছুটি। পুজোতেও থাকছে টানা ছুটি। শুধু অক্টোবর মাসেই থাকছে ১২টি ছুটি।

    যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে লিস্ট ১ ও লিস্ট ২ মিলিয়ে (এনআই অ্যাক্টে ছুটি এবং রাজ্যের ছুটি) মোট ৫১ দিনের ছুটি রয়েছে। এর মধ্যে ২৩ জানুয়ারি (শুক্রবার) একই সঙ্গে নেতাজি জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো পড়েছে। অন্যদিকে ১ মে (শুক্রবার) একই সঙ্গে শ্রমিক দিবস এবং বু্দ্ধ পূর্ণিমা পড়েছে। এর ফলে ৫১টি উপলক্ষে ছুটি হলেও আদতে ৪৯ দিন ছুটি পাওয়া যাচ্ছে।

    ১০ অক্টোবর: মহালয়া

    ১৫ অক্টোবর: চতুর্থী

    ১৬ অক্টোবর: পঞ্চমী

    ১৭ অক্টোবর: ষষ্ঠী

    ১৮ অক্টোবর: সপ্তমী

    ১৯ অক্টোবর: অষ্টমী

    ২০ অক্টোবর: নবমী

    ২১ অক্টোবর: দশমী

    এ ছাড়া রয়েছে সেকশনাল হলিডে। ৪ এপ্রিল, শনিবার খ্রিস্টানদের জন্য রয়েছে ইস্টার স্যাটার্ডে। আদিবাসীদের জন্য ৩০ জুন, মঙ্গলবার হুল দিবসে ছুটি রাখা হয়েছে।

    ২০২৬ সালে অন্তত ৬টি ছুটির দিন কার্যত নষ্ট হয়েছে। কারণ সেগুলি রবিবার পড়েছে। এগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজোও।

    শিবরাত্রি: ১৫ ফেব্রুয়ারি, রবিবার

    দুর্গা সপ্তমী: ১৮ অক্টোবর, রবিবার

    লক্ষ্মী পুজো: ২৬ অক্টোবর, রবিবার

    কালী পুজো: ৮ নভেম্বর, রবিবার

    ছট পুজো: ১৫ নভেম্বর, রবিবার

    বিরসা মুন্ডার জন্মদিন: ১৫ নভেম্বর, রবিবার

  • Link to this news (এই সময়)