• SIR আবহের মাঝেই রাজ্যের পুলিশ মহলে বড় রদবদল, একাধিক জেলার SP-কে বদলি
    এই সময় | ২৭ নভেম্বর ২০২৫
  • রাজ্য পুলিশের ১৭৫ জন ইন্সপেক্টর পদে রদবদলের পরে এ বার পুলিশ সুপার পদে রদবদল। SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার পুলিশ সুপার-সহ একাধিক পুলিশকর্তাকে বদলির নির্দেশ। বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটিকে রুটিন বদলি বলেই জানানো হয়েছে নবান্নের তরফে।

    ঝাড়গ্রাম জেলার এসপি অরিজিৎ সিনহাকে পাঠানো হয়েছে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি করে। বাঁকুড়া জেলার এসপি বৈভব তিওয়ারিকে পাঠানো হয়েছে পুরুলিয়া জেলার এসপি পদে। পুরুলিয়া জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে মালদা জেলার এসপি পদে পাঠানো হয়েছে। মালদা জেলার এসপি প্রদীপ কুমার যাদবকে উত্তর দিনাজপুরের এসপি (ট্রাফিক) পদে পাঠানো হয়েছে।

    আলিপুরদুয়ার জেলার এসপি ওয়াই রঘুবংশীকে জলপাইগুড়ি জেলার এসপি করে পাঠানো হয়েছে। ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট শচীনকে নিউ টাউনের ডিসি পদে পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পাঠানো হয়েছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট পদে। জলপাইগুড়ি জেলার এসপি কে উমেশ গণপতকে জলপাইগুড়ি জেলার এসপি পদে স্থানান্তরিত করা হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলার এসপি সানা আখতারকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ওয়েস্ট জ়োনের ডিসি করে পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে বাঁকুড়া জেলার এসপি করা হচ্ছে। বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালিকে পশ্চিম মেদিনীপুরের এসপি করে পাঠানো হচ্ছে।

    এছাড়াও পূর্ব মেদিনীপুরের (রুরাল) অ্যাডিশনাল এসপি শুভেন্দ্র কুমার বারুইপুর পুলিশ জেলার এসপি, শিলিগুড়ি ডিসি ট্রাফিক অভিষেক মুখোপাধ্যায়কে আলিপুরদুয়ারের অ্যাডিশনাল এসপি, বাঁকুড়ার অ্যাডিশনাল এসপি (অপারেশন) মাকসুদ হাসানকে মালদার অ্যাডিশনাল এসপি করা হচ্ছে। পরিবর্তন হচ্ছে বাঁকুড়া, বারুইপুর পুলিশ জেলা, হাওড়া রুরাল, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, হুগলি রুরাল-সহ একাধিক জেলার অ্যাডিশনাল এসপি পদে রদবদল করা হয়েছে।

  • Link to this news (এই সময়)