• ‘ফার্স্ট’ ও ‘লাস্ট’ মেট্রোর সময়ে বদল, এই লাইনে বাড়ছে ট্রেনও
    এই সময় | ২৮ নভেম্বর ২০২৫
  • মেট্রোর সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের। বিশেষ একটি মেট্রো রুটের জন্য এমন সিদ্ধান্ত নিল মেট্রো। সপ্তাহের কাজের দিনে বা উইকডে-তে আরও বেশি করে মেট্রো চলবে পার্পল লাইনে অর্থাৎ জোকা-মাঝেরহাট মেট্রো লাইনে। শহরতলির বাসিন্দাদের যাতায়াতের জন্য আরও সুবিধা দিতে এই পদক্ষেপ করা হয়েছে। এই লাইনের যাত্রীরা মাঝেরহাট স্টেশনে নেমে, সেখান থেকে রেললাইনে ট্রেন ধরে শিয়ালদহ বা অন্য প্রান্তে পৌঁছতে পারেন।

    সোমবার থেকে শুক্রবার পার্পল লাইনে জোকা ও মাঝেরহাটের মধ্যে ৪০টি করে আপ ও ডাউন ট্রেন চলত। ১ ডিসেম্বর থেকে ২টি করে বেশি আপ ও ডাউন ট্রেন চলবে। অর্থাৎ ৪২টি করে আপ ও ডাউন ট্রেন চলবে এই লাইনে।

    এগিয়ে আসছে প্রথম মেট্রোর সময়। সকাল ৬টা ৫০-এর বদলে সকাল ৬টা ৪০ মিনিটে জোকা থেকে মাঝেরহাট যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে

    সকাল ৭টা ১৪-এর বদলে সকাল ৭টা ৩ মিনিটে মাঝেরহাট থেকে জোকা যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে।

    রাত ৮টা ৩৬-এর বদলে রাত ৯টা ৫-এ জোকা থেকে মাঝেরহাট যাওয়ার শেষ মেট্রো ছাড়বে

    রাত ৮টা ৫৭-এর বদলে রাত ৯টা ২৬-এ মাঝেরহাট থেকে জোকা যাওয়ার শেষ মেট্রো ছাড়বে

    সামগ্রিক ভাবে সব যাত্রীদের সুবিধা হবে এই পদক্ষেপে। বিশেষ করে সুবিধা হবে শিয়ালদহ-বজবজ লাইনের যাত্রীদের।

    চলতি মাসেই এই লাইনে শনিবারও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে রবিবার এই লাইন বন্ধ থাকে।

  • Link to this news (এই সময়)