• SIR আতঙ্কে মৃত্যু মেদিনীপুরে, বড় অভিযোগ পরিবারের
    আজকাল | ২৮ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনে, এসআইআর-এর কাজ চলার সঙ্গে সঙ্গেই সামনে এসেছে অভিযোগ। আতঙ্কে মৃত্যুর। এবার ঘটনাস্থল মেদিনীপুর। জমুনাবালি বুথের ওই ব্যাক্তির নাম শ্যামল বসু। বয়স ৬৮।

    শ্যামল বসুর পরিবার গোটা ঘটনায় অভিযোগ তুলেছেন এসআইআর আতঙ্কের দিকে। পরিবারের অভিযোগ, ২০০২ এর তালিকায় নাম ছিল না তাঁর। প্রথম থেকেই মানসিক চাপে ভুগছিলেন। সেই চাপ, আতঙ্ক থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে  ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। সূত্রের খবর তেমনটাই।  

    ঘটনার কথা প্রকাশ্যে আসতেই, শ্যামল বসুর বাড়িতে যান, খড়গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দীনেন রায়। ওই ব্যক্তি তাঁরই বিধানসভা এলাকার বাসিন্দা ছিলেন। 

    ২৫ নভেম্বর সামনে আসে, পূর্ব মেদিনীপুরের মৃত্যুর ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত দেশপ্রাণ ব্লকের পূর্ব আমতৌলিয়া গ্রামের সুষমা রানী মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, এসআইআর ফর্মে কিউআর কোড গরমিলের কারণে গত কয়েকদিন ধরে মানসিক চাপে ছিলেন দু'বারের গ্রাম পঞ্চায়েত সদস্য সুষমা।

     
  • Link to this news (আজকাল)