২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন, কোন ছুটি নষ্ট? জেনে নিন
আজ তক | ২৮ নভেম্বর ২০২৫
নতুন বছর শুরু হতে আর মাত্র ৩৩ দিন। বছরের শেষে অনেকেই এখন থেকেই নতুন ক্যালেন্ডার দেখে আগামী বছরের ঘোরাঘুরির পরিকল্পনা সাজাতে শুরু করেছেন। ঠিক সেই সময়ই প্রকাশিত হল ২০২৬ সালের ছুটির তালিকা। বৃহস্পতিবার নবান্নের পক্ষ থেকে অর্থ দফতর এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারী ছুটি, কেন্দ্রীয় NIA আইন অনুযায়ী ছুটি এবং সম্প্রদায়ভিত্তিক বিশেষ ছুটির তালিকা প্রকাশ করেছে।
NIA অ্যাক্ট অনুযায়ী মোট ২৭টি ছুটি
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর প্রতি বছর নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট (NIA) অনুযায়ী ছুটির তালিকা প্রকাশ করে। রাজ্যভেদে সেই তালিকা ভিন্ন হয়। ২০২৬ সালের জন্য পশ্চিমবঙ্গের তালিকায় রয়েছে ২৭টি কেন্দ্রীয় ছুটি। এর পাশাপাশি রাজ্য সরকার আরও ২৪টি ছুটি ঘোষণা করেছে। সম্প্রদায়ভিত্তিক রয়েছে ২টি বিশেষ ছুটি।
যে ছুটি শুক্রবার বা সোমবার পড়েছে, সেগুলি মিলিয়ে লম্বা উইকএন্ড তৈরি করা সম্ভব। চাইলে ১-২ দিন বাড়তি ছুটি নিয়ে আরও বড় উইকএন্ড বানানো যাবে, ফলে ঘোরাঘুরির পরিকল্পনা আগেভাগেই সেরে ফেলা যেতে পারে।
কোন কোন ছুটি নষ্ট হচ্ছে?
২০২৬ সালে মোট ৮টি ছুটি নষ্ট হচ্ছে। কারণ, ছুটির দিনটি রবিবার পড়েছে, অথবা দুটি উৎসব একই দিনে পড়েছে।
রবিবারে পড়ায় যে ছুটিগুলি নষ্ট হচ্ছে
১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি
১৮ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী
২৫ অক্টোবর লক্ষ্মী পুজো
৮ নভেম্বর কালীপুজো
১৫ নভেম্বর ছটপুজো
১৫ নভেম্বর বীরসা মুন্ডার জন্মদিবস
২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজো একই দিনে
১ মে বুদ্ধপূর্ণিমা ও মে ডে একই দিনে
২০২৬ সালের সম্পূর্ণ ছুটির তালিকা
NIA (কেন্দ্রীয় আইন) অনুযায়ী ছুটি