জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর পরিষেবা, সময়সূচিরও পরিবর্তন
বর্তমান | ২৮ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্পল লাইন বা জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর পরিষেবা। এখন এই রুটে সারাদিনে চলে মোট ৮০টি মেট্রো। আগামী ১ ডিসেম্বর থেকে তা বেড়ে হবে ৮৪টি। একই সঙ্গে ১ ডিসেম্বর থেকে এই রুটে মেট্রোর সময়সূচিও বাড়ছে। এখন পার্পল লাইনে জোকা থেকে মাঝেরহাটের দিকে প্রথম মেট্রোটি ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। অপরদিকে মাঝেরহাট থেকে জোকার উদ্দেশে দিনের প্রথম মেট্রোটি ছাড়ে ৭টা ১৪ মিনিটে। তার বদলে এবার জোকা থেকে প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে।মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রোটি ছাড়বে ৭টা ৩ মিনিটে। শেষ ট্রেন ছাড়ার সময়সীমারও পরিবর্তন হচ্ছে এই রুটে। এখন জোকা থেকে মাঝেরহাটের দিকে শেষ মেট্রোটি ছাড়ে ৮টা ৩৬ মিনিটে। মাঝেরহাট থেকে জোকার উদ্দেশে দিনের শেষ মেট্রোটি ছাড়ে ৮টা ৫৭ মিনিটে। আগামী ১ ডিসেম্বর থেকে সেই সময়ের পরিবর্তন হচ্ছে। জোকা থেকে মাঝেরহাটের দিকে শেষ মেট্রোটি ছাড়বে এবার ৯টা ৫ মিনিটে। অপরদিকে মাঝেরহাট থেকে জোকার দিকে শেষ মেট্রোটি ছাড়বে ৯টা ২৬ মিনিটে। আজ, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।