• ‘দেশকে অগ্রাধিকার দেয় জেন জি’, যুবপ্রজন্মের মন পেতেই প্রশংসায় পঞ্চমুখ মোদি?
    প্রতিদিন | ২৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়শি দেশের সরকারকে সরে দাঁড়াতে বাধ্য করেছে জেন জি। সেই নতুন প্রজন্মকে এবার বাহবা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানালেন, জেন জি প্রজন্ম এখন ভারতে এমন ক্ষেত্রে অবদান রাখছে যেটা কয়েকবছর আগে ভাবাও যেত না। ভারতের যুবসমাজ দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেয়। উল্লেখ্য, জেন জি বিপ্লবে নেপালের কে পি শর্মা ওলির সরকারের পতন হয়েছে চলতি বছরেই। ভারতীয় রাজনীতিতেও জেন জিকে নিয়ে চলেছে চাপানউতোর।

    বৃহস্পতিবার মহাকাশ সংক্রান্ত একটি সংস্থার ক্যাম্পাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভারচুয়ালি উদ্বোধন করার পরে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, “ভারতের যুবসমাজ দেশের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যাই সুযোগ আসুক না কেন সেটা লুফে নেয়। ভারত যখন মহাকাশ গবেষণা শুরু করেছে, ভারতের যুবসমাজ, বিশেষত জেন জি এগিয়ে এসেছে। আজ জেন জি থেকে ইঞ্জিনিয়ার, ডিজাইনার, কোডার, বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি তৈরি করছে। যেসব ক্ষেত্র কয়েকবছর আগে ভাবাও যেত না, সেখানে কাজ করছে ভারতের যুবসমাজ।”

    উল্লেখ্য, নেপালে জেন জি আন্দোলনের পর থেকেই ভারতের রাজনৈতিক নেতৃত্বও এই প্রজন্মকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, ‘দেশের যুবসমাজ, দেশের ছাত্রছাত্রীরা, দেশের জেন জি সংবিধান রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে এবং ভোট চুরি বন্ধ করবে। আমি সর্বদা তাদের পাশে থাকব।’ রাহুলের এই পোস্টের পালটা দিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘জেন জি পরিবারতন্ত্রের বিরোধী। তাঁরা কেন নেহেরু, ইন্দিরা, রাজীব এবং সনিয়ার পরে রাহুলকে মেনে নেবে? জেন জি দুর্নীতির বিরুদ্ধে। জেন জি কেন আপনাকে বের করে দেবে না?’ সবমিলিয়ে, জেন জি’র মন পেতে মরিয়া সব শিবিরই। এহেন পরিস্থিতিতে মোদির জেন জি বার্তা যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
  • Link to this news (প্রতিদিন)