• জঙ্গি সন্দেহে জম্মুতে গ্রেপ্তার যুবক, ভূস্বর্গে ফের নাশকতার ছক?
    প্রতিদিন | ২৮ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি সন্দেহে জম্মু থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তিনি রিয়াসির বাসিন্দা। তবে বর্তমানে বাথিন্দি এলাকায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তবে ধৃতের পরিচয় এখনও জানা যায়নি। ভূস্বর্গে কি তাহলে ফের কোনও নাশকতার ছক করছে সন্ত্রাসবাদীরা? এই প্রশ্নটিই এখন জোরাল হচ্ছে।

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, বছর উনিশের ওই যুবক উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগ ছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের। অনলাইনেই প্রথমে তাদের সঙ্গে পরিচয় হয় ওই যুবকের। তারপর চলে তাঁর মগজধোলাই। সবশেষে তাঁকে বানানো হয় ‘জেহাদি’। তদন্তকারীদের মতে, কাশ্মীরের বুকে বড়সড় হামলার ছক করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তারপরই তাঁকে গ্রেপ্তার হয়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁর মোবাইল ফোন-সহ ডিজিটাল ডিভাইসগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। পাশপাশি, দিল্লি বিস্ফোরণের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

    প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি। তারপর থেকেই উপত্যকায় আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলছে জঙ্গিদমন অভিযানও। এই পরিস্থিতিতে সন্ত্রাসবাদী সন্দেহে সেখানে গ্রেপ্তার করা হল ওই যুবককে।
  • Link to this news (প্রতিদিন)