• একপায়েই কামাল বিএলওর, প্রতিবন্ধকতাকে জয় করে ৯৯% কাজ শেষ বিষ্ণুপুরের শোভানারার
    প্রতিদিন | ২৮ নভেম্বর ২০২৫
  • অসিত রজক, বিষ্ণুপুর: বাংলায় চলা এসআইআরের কাজ নিয়ে উঠছে একাধিক অভিযোগ। অতিরিক্ত মানসিক চাপের মধ্যে কাজ করতে হচ্ছে বলে সরব হয়েছেন বিএলও-রা। এমনকী একাধিক বিএলও চাপের কারণেই মৃত্যুর মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের অসুস্থ হয়ে পড়ার খবরও সামনে এসেছে। সেই সময় বিষ্ণুপুর থানার বেলশুলিয়া পঞ্চায়েতের জামসোলা গ্রামে সম্পূর্ণ ভিন্ন এক ছবি। দায়িত্ববোধ, আত্মনিষ্ঠা ও মনের জোরের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন অঙ্গনওয়াড়ি কর্মী শোভানারা বায়েন। এক পা নিয়েই ১০৩৯ জন ভোটারের ৯৯% ফর্মপূরণ করে ফেলেছেন শোভানারা।

    বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামসোলার মতো প্রত্যন্ত এলাকার মেয়ে শোভানারা বায়েন। হাজারো প্রতিবন্ধকতা থাকলেও কোনওদিনই তাঁকে দমিয়ে রাখা যায়নি। তাঁর কাছে অসম্ভব বলে কিছু নেই। ছোট থেকেই পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল শোভানারা। শারীরিক প্রতিবন্ধকতার কারণে এক পায়ে ভর করে চললেও সেরেছেন স্নাতকোত্তর। এমনকী বিএড ডিগ্রিও সেরে ফেলেছেন। এসআইআরে শোভানারা বায়েনের কাঁধে ছিল ২৩৮ নম্বর বুথের মোট ১০৩৯ জন ভোটারের ফর্ম সংগ্রহ ও ফিলাপ করার দায়িত্ব। অকেজো পা, হাঁটুর কাছে বেঁধে রেখে গ্রামের পথ ধরে সমস্ত ভোটারের বাড়ি যান শোভানারা। আশ্চর্যের বিষয় তিনি কোনও ক্রাচও ব্যবহার করেন না। আর এভাবেই মাত্র কয়েক দিনের মধ্যেই ৯৯ শতাংশ কাজ সম্পন্ন করে ফেলেছেন তিনি।

    শোভানারা বলেন, “এসআইআর ফর্ম ফিলাপ খুবই সহজ কাজ। ভয় বা চাপ কোনও কিছুরই জায়গা নেই। প্রথম দিকে একটু অস্বস্তি হয়েছিল, কিন্তু কাজ শুরু করতেই বুঝলাম সরকার দেশজুড়ে যতটা সুসংগঠিতভাবে প্রক্রিয়া চালু করেছে, তাতে চাপের কোনও প্রশ্নই ওঠে না। দায়িত্ব যেহেতু দেশের স্বার্থে, তাই তা পালন করাই আমার কর্তব্য।”

    তাঁর বক্তব্য, ”প্রতিবন্ধকতা কখনই কাজের বাঁধা নয়, বরং ইচ্ছাশক্তিই মানুষকে এগিয়ে নিয়ে যায়। তাঁর সহকর্মীরাও তাঁর কাজ থেকে অনুপ্রাণিত।” অন্যদিকে চাপ নিয়ে যখন বেশিরভাগ বিএলও প্রশ্ন তুলছেন, সেখানে শোভানারা বায়েনের মন্তব্য, ”দায়িত্ব থেকে সরে দাঁড়ালে শুধু প্রশাসন নয়, সাধারণ ভোটাররাই ক্ষতিগ্রস্ত হন। তাই ধর্না বা অনীহা কোনোভাবেই সমাধান হতে পারে না।”

    অন্যদিকে কাজের জন্য শোভানারাকে সংবর্ধনা জানিয়েছেন বিষ্ণুপুরের বিডিও সোমশঙ্কর মণ্ডল। বেলশুলিয়া পঞ্চায়েতে গিয়ে তাঁকে সংবর্ধনা দেন। পরে সোমশঙ্কর মণ্ডল জানান,“প্রতিকূলতার মধ্যেও যে নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে তাঁরা দায়িত্ব সম্পূর্ণ করেছেন, তা প্রশংসার যোগ্য এবং রাজ্যের অন্যান্য কর্মীদের জন্যও পথপ্রদর্শক।”
  • Link to this news (প্রতিদিন)